আরও কপি পড়তে ফলো করুন – https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুলিশ সূত্রে খবর, যে মোটরসাইকেলে ভিকির নাম জিজ্ঞাসা করে সেই শুটআউট করে ভিকিকে। মোটরসাইকেলে তিন জনের মধ্যে একজনের মাথায় হেলমেট, বাকি দুজনের মাথায় টুপি ছিল। ভিকি রাজনৈতিক ভাবে সেরকম সক্রিয় ছিল না যে তাঁকে খুন করার জন্য কাউকে পাঠানো হবে। এটা নিয়েই ধন্দ রয়েছে। পুলিশ খতিয়ে দেখছে ব্যক্তিগত কারণে খুন নাকি অন্য কিছু। তিনজনকে চিহ্নিত করে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন – ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়
বুধবার জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আসেন। মোমিনপাড়া ঘুরে দেখেন। তিনি বলেন, ‘কেউ পরিচিত ভাড়াটে খুনি দিয়ে খুন করাতে পারে। এর আগেও ভিকির ফ্যামিলি কিছু জন খুন হয়।’ এদিন অর্জুন সিং জানান, ” ব্যক্তিগত শত্রুতার কারণেও এই খুন হয়ে থাকতে পারে। সবটা পুলিশ খতিয়ে দেখবে। “
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আট থেকে নটি গুলি করা হয় ভিকিকে৷ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভিকিকে মৃত বলে ঘোষণা করেন৷