জলে পড়ার আগেই কি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন ওই তরুণী? ঝিলের একদম ধারে সংজ্ঞাহীন হওয়ার কারণেই কি জলে পড়ে গেলেন? জলে ডুবে মারা গেলেন? না কি সংজ্ঞাহীন হওয়ার সময় মারা গিয়ে দেহ জলে পড়ে গিয়েছিলেন? হঠাৎ সংজ্ঞাহীন হলেন কেন? অতিরিক্ত মাদক সেবন? ময়না তদন্তের পরই কী কারণে মৃত্যু তা স্পষ্ট হবে।
advertisement
আরও পড়ুন: যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই খামতি ছিল’! সোশ্যাল মিডিয়ায় বিশেষ বন্ধুর পোস্ট
বৃহস্পতিবার ওই পড়ুয়ার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে পুলিশ কথা বলবে। কারণ পড়ে যাওয়ার মূহুর্তে কি ওই পড়ুয়া একা ছিলেন? না কি সঙ্গে কেউ ছিলেন?
পড়ে যাওয়ার সময় কেউ বা কারা যদি সঙ্গে থাকেন তাহলে তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করা হয়েছে, আর তা না হলে যদি একা থাকা অবস্থায় পড়ে গিয়ে থাকেন, তাহলে যে প্রথম দেখলেন পড়ে আছেন বা তিনি জানলেন কীভাবে তরুণী জলে পড়ে আছেন– এই বিষয়গুলো স্পষ্ট হতেই তরুণীর সহপাঠী বা কাল যাঁরা যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলতে চাইছে পুলিশ।
অমিত সরকার