যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপি নেতা তথা মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর তরফে যেমন এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল। তেমনই পৃথক একটি মামলার অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
এদিন গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
advertisement
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়াদের একাংশ৷ দেখানো হয়েছিল কালো পতাকাও৷
সোনবার আদালতে জানানো হয়, যে ভাবে সেদিন বিরোধী দলনেতার বিরুদ্ধে সেদিন ‘হামলা’ করা হয়েছিল, তাতে ‘মাওবাদী যোগ’ থাকতে পারে৷ ‘মাদক যোগ’ ও ‘নাশকতার তত্ত্ব’ও এক্ষেত্রে উড়িয়ে দেওয়া হয়নি মামলাকারীর তরফে৷
আরও পড়ুন: ভামোরি দেবীর মন্দির থেকে কারবালা চা বাগান, ভোটের আগে জমিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী
আদালতের সামনে আইনজীবী দাবি করেছেন, শুভেন্দুর সামনেই নিজেদের ‘মাওবাদী’ বলে দাবি করেছেন যাদবপুরের বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের একাংশ। দাবি, ‘আজাদি’ স্লোগানও দিতে শোনা গিয়েছিল তাঁদের। এই সমস্ত কিছু মাথায় রেখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মাধ্যমে এই তদন্ত হওয়া উচিত বলে আদালতে জানিয়েছেন বিজেপি নেতার আইনজীবী৷