TRENDING:

Jadavpur University Student Death : ঘটনার রাতে গিয়েছিল ফোন? নিশানায় যাদবপুরের ডিন! রাতভর ঘেরাওয়ে পদত্যাগের দাবি

Last Updated:

Jadavpur University Student Death : ছাত্রছাত্রীদের দাবি, এতদিন ধরে র‍্যাগিংয়ের অভিযোগ আসার পরেও এসবের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, সেই অভিযোগেই পদত্যাগের দাবি করছেন পড়ুয়াদের একাংশ। সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্টসকেই দায়ী করল ছাত্রসংগঠন। বুধবার রাতভর ঘেরাও করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টকে। তাঁর পদত্যাগের দাবি করেছে পড়ুয়াদের একাংশ। বুধবার বিকেল ৩টে থেকে ঘেরাও করা হয়েছে ডিনকে। ঘেরাওয়ের জেরে আজও উত্তপ্ত হয়ে রয়েছে যাদবপুর। এখনও ভিড় জমে অরবিন্দ ভবনের সামনে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
advertisement

অন্যদিকে যাদবপুর-কাণ্ডে ডিন অফ স্টুডেন্টসের থেকে নথি চেয়েছে পুলিশ। ডিন অফ স্টুডেন্টসকে ফের তলব করবে লালবাজার। বুধবার তলব পেয়েও গরহাজির ছিলেন তিনি। আজই তাঁকে ফের নোটিস পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ছাত্রছাত্রীদের দাবি, এতদিন ধরে র‍্যাগিংয়ের অভিযোগ আসার পরেও এসবের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, সেই অভিযোগেই পদত্যাগের দাবি করছেন পড়ুয়াদের একাংশ। সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিনকে।

advertisement

আরও পড়ুন: মা বলছেন ‘নির্দোষ’, বাবা বলছেন ‘দোষী হলে শাস্তি হোক’, যাদবপুর কাণ্ডে সরগরম কুলতলি

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ১০:০৫ নাগাদ ডিনের কাছে হস্টেল থেকে একটি ফোন যায়। যেখানে একজন দাবি করে, হস্টেলে এক ছাত্র অস্বাভাবিক ব্যবহার করছে। ১০:০৮ নাগাদ ডিন আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। পুলিশের অনুমান, এভাবেই চিত্রনাট্য সাজিয়ে ডিনকে জানানো হয়, তখনই অন্যদিকে হয়তো পড়ুয়াকে মানসিক অত্যাচার করা হচ্ছিল। সেই রাতেই ১১:৪৫ নাগাদ পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় হস্টেলের নীচে পড়ে থাকতে দেখা যায়।

advertisement

মৃত্যু ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের পরিসীমার বাইরে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বুধবার দুপুরে এআইডিএসও ও টিএমসিপির  পড়ুয়াদের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়েছিল যাদবপুরে। যা গড়ায় হাতাহাতিতে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অরবিন্দ ভবনের সামনে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

এদিকে বুধবারই রাতে অন্য ধরনের চেহারা দেখা গিয়েছিল যাদবপুর প্রাঙ্গনে। মৃত পড়ুয়ার গ্রাম হাঁসখালি, বগুলা থেকে শত শত মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে নীরব প্রতিবাদ জানিয়ে গেলেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death : ঘটনার রাতে গিয়েছিল ফোন? নিশানায় যাদবপুরের ডিন! রাতভর ঘেরাওয়ে পদত্যাগের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল