TRENDING:

কনক সরকারকে বহিষ্কারের সুপারিশ যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফেসবুকে সিলড বোতলের সঙ্গে কুমারীত্বের তুলনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পোস্ট ঘিরে ফের বিতর্কের ঝড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ অভিযুক্ত শিক্ষক কনক সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ জমতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় চত্বরে ৷
advertisement

বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক বৈঠকে কনক সরকারের বহিষ্কারের সুপারিশ করা হয় ৷ বৈঠকে তাঁকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অযোগ্য বলেও উল্লেখ করা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওমপ্রকাশ মিশ্র জানান, উপাচার্যের কাছে কনক সরকারের বহিষ্কারের সুপারিশ জানানো হয়েছে ৷ এমনকী, ছাত্র-শিক্ষক বৈঠকে সুপারিশ করা হয় কোনও ক্লাস নিতে পারবেন না কনক সরকার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ‘কনক সরকারকে রেয়াত নয়, ওঁর বিভাগ অভিযোগ করলে ব্যবস্থা ৷ ওঁর মন্তব্য বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করেছে ৷ আমিও কালিমালিপ্ত হয়েছি ৷ অধ্যাপক এমন মন্তব্য করবেন? এটা ভাবতেই পারি না ৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
কনক সরকারকে বহিষ্কারের সুপারিশ যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের