TRENDING:

Jadavpur University Student Death: ডিপার্টমেন্টে তিনদিনই হাসিখুশি ছিলেন স্বপ্নদীপ, তুলেছিলেন সেলফি, বলছেন অধ্যাপকরা

Last Updated:

Jadavpur University Student Death: অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা জানান, সহপাঠীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তাঁরই ক্লাসের ছেলেমেয়েরা। কান্নাকাটি করেছেন অনেকে, কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন ঘটনা শুনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় চারদিক। প্রশ্ন উঠছে হস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। অনেকে দাবি করছেন, হস্টেলের ভিতরে সিনিয়রদের দাদাগিরি, মাত্রাতিরিক্ত র‍্যাগিংয়ের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এমন অবস্থায় বাংলা বিভাগে সেই তিন দিন কী ঘটেছিল, নিউজ18 বাংলাকে বিস্তারিত জানালেন বিভাগীয় প্রধান জয়দীপ ঘোষ।
বাংলা বিভাগে বন্ধুদের সঙ্গে সেলফিতে স্বপ্নদীপ (বাঁদিক থেকে দ্বিতীয়), ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বাংলা বিভাগে বন্ধুদের সঙ্গে সেলফিতে স্বপ্নদীপ (বাঁদিক থেকে দ্বিতীয়), ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
advertisement

আরও পড়ুন: তিন দিনে দু’বার ইন্ট্রো, স্বপ্নদীপের উপরে কীভাবে মানসিক চাপ? সৌরভের থেকে উত্তর খুঁজছে পুলিশ

গত ৩ অগাস্ট বাবা রামপ্রসাদ কুণ্ডুর সঙ্গে গিয়ে বাংলা বিভাগে ভর্তি হন স্বপ্নদীপ। তারপর গত সোমবার, ৭ তারিখ ডিপার্টমেন্টে পা রাখেন স্বপ্নদীপ। প্রথমদিন বিভাগীয় প্রধান এবং বাকি অধ্যাপকেরা চার বছরের এই কোর্সের সিলেবাস সংক্রান্ত যাবতীয় আলোচনা করেন। তার পর দিন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। যেখানে সকলে মিলে গানবাজনা করেন। একে অপরের সঙ্গে আলাপচারিতা সারেন। তার পরদিন প্রথম ক্লাস হয়। বিভাগীয় প্রধান নিজে ক্লাসে গিয়ে নবাগতদের প্রশ্ন করেন, তাঁদের কোনও রকম অসুবিধা হচ্ছে কিনা, কোনও সাহায্যের দরকার কিনা। সেখানে কোনও কোনও পড়ুয়া প্রশ্ন করেন, কেউ কেউ অসুবিধা-সুবিধার কথা জানান।

advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর | Jadavpur University News Today

অধ্যাপক জয়দীপ ঘোষের কথায়, ‘‘আমি নিজে গিয়ে সকলের কাছ থেকে জানতে চেয়েছিলাম, কারও কোনও সমস্যা হচ্ছে কিনা। কেউ কেউ জানায়। কিন্তু স্বপ্নদীপ যে এই সমস্যার মধ্যে রয়েছে বা ওর মন ভাল নেই, সেটা ও বলতে পারেনি বোধহয়। আমরা বুঝতে পারিনি। ওকে এই তিনদিনই বেশ হাসিখুশি লেগেছে। প্রত্যেকটি ইভেন্টে অংশ নিয়েছে। বন্ধুদের সঙ্গে ছবি তুলেছে। হ্যাঁ, তবে খানিক কম কথা বলত বলে জানিয়েছে ওর বন্ধুরা। তবে প্রথম প্রথম সকলেই একটু সময় নেয় বলে সেটা অস্বাভাবিক লাগেনি কারও। আর বিভাগে ওর আচরণে কোনও রকম অসঙ্গতি নজর করেনি কেউ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের ফের বিজ্ঞানমুখী করতে এগরায় বিশেষ সেমিনার
আরও দেখুন

অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা জানান, সহপাঠীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তাঁরই ক্লাসের ছেলেমেয়েরা। কান্নাকাটি করেছেন অনেকে, কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন ঘটনা শুনে। সে কারণে তাদের কথা বলে আশ্বস্ত করেছেন বিভাগের অধ্যাপকেরা। কোনওরকম অসুবিধার সম্মুখীন হলে যেন তাঁরা সরাসরি অধ্যাপকদের সঙ্গে কথা বলেন, তার জন্য উপস্থিত অধ্যাপক-অধ্যাপিকারা ফোন নম্বরও দিয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death: ডিপার্টমেন্টে তিনদিনই হাসিখুশি ছিলেন স্বপ্নদীপ, তুলেছিলেন সেলফি, বলছেন অধ্যাপকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল