TRENDING:

Jadavpur University| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর

Last Updated:

Jadavpur University| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ করে সেখানকারই এক ছাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যাদবপুর বিশ্ব বিদ্যালয় নানা কারণে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থাকে। যাদবপুর বিদ্যালয় মানেই মনের মধ্যে জেগে ওঠে এক বিপ্লব ঘেরা শিক্ষার গল্প। এই বিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য প্রতি বছর রীতিমতো কঠিন লড়াই করতে হয় ছাত্র-ছাত্রীদের। তবে এবার  এই বিশ্ব বিদ্যালয়ের থেকেই উঠে এলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ করে সেখানকারই এক ছাত্রী।
advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সহবাস করছেন বলে অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয় তাকে। তবে সে কথা রাখেননি শিক্ষক। এর পরেই অভিযোগ করেন ওই ছাত্রী। সব কথা জানিয়ে অভিযোগকারিণী বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। শুধু তাই নয় ওই ছাত্রী যাদবপুর থানাতেও  মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেছেন। যাদব বিশ্ব বিদ্যালয়ের সহ উপাচার্য  চিরঞ্জিব ভট্টাচার্য এ বিষয়ে জানিয়েছেন, " "আমরা অভিযোগ পেয়েছি তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে ।"

advertisement

পুলিশের কাছে ওই ছাত্রী জানায়, "আমি আমার অভিযোগে সব জানিয়েছি। বিশ্ব বিদ্যালয় এবং পুলিশকে সব জানিয়েছি। তদন্ত হোক এই বিষয়ে।" তবে যে অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। বিশ্ব বিদ্যালয় গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। প্রয়োজনে উচিত শাস্তি হবে বলেই দাবি।

ধর্ষণ বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনা ভারতের মাটিতে নতুন  নয়। মাঝে মধ্যেই ইউপি থেকে বিহার কিম্বা মধ্যপ্রদেশে খুঁজে পাওয়া যায় অত্যাচারিত নির্ভয়াদের। তাঁদের সকলের ভাগ্যে সঠিক বিচারও জোটে না। কিন্তু এমন অনেক ঘটনা আছে যা চাপা পড়ে থাকে। জানাই যায় না। পরিবারের লোকেরাও নিজের মেয়ের কথা সামনে আনতে চান না। নানান সামাজিক চাপের কথা ভেবে। তবে এখন সমাজ বদলাচ্ছে। মেয়েরা তাঁদের অধিকার বুঝে নিতে শিখেছে। প্রতিবাদও করছে। শিক্ষকের সঙ্গে ছাত্রীর এই ধরণের ঘটনাও নতুন নয়। প্রায় সামনে আসে এমন ঘটনা। যা পড়ে সত্যিই শিউরে উঠতে হয়। তবে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ রীতিমতো চাঞ্চল্যকর !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল