পুলিশ সূত্রে দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ১২টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যা সমস্ত দিক নজরে রাখার জন্য অত্যন্ত কম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ৬৮টি ক্যামেরা বসানোর। পুলিশ মনে করছে এই সংখ্যা আরও বেশি হওয়া দরকার । একইসঙ্গে নিরাপত্তারক্ষীর সংখ্যও বাড়ানো দরকার। ভিতরে চারটি ঝিল বা জলাশয় আছে, সেগুলোর চারপাশে ফেনসিং করা দরকার। সব কিছু নিয়েই রেজিস্টারের সঙ্গে আলোচনা হয়েছে ।
advertisement
ভিতরের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয়, এডুকেশন ডিপার্টমেন্ট ছাড়াও পুলিশের কাছে হাইকোর্ট রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্ট তৈরির আগে এই পরিদর্শন ডিসি এসএসডির ৷ ক্যাম্পাস ছাড়াও হস্টেল গুলোতেও বসানো হবে সিসিটিভি। তা নিয়েও আলোচনা হয়েছে ৷
কোথায় কোথায় সিসিটিভি বসানোর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেই জায়গাগুলো দেখানো হয় ডিসিকে।পুলিশের পক্ষ থেকে দেখা হয় ওই জায়গাগুলোতে সিসিটিভি বসানোর পর কতটা পরিসর কভার করা সম্ভব হবে। একইসঙ্গে পুলিশের তরফেও বেশ কিছু বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে ৷
