পড়ুয়া নাম প্রকাশ না করে জানিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তার সঙ্গে তিনি গোপনভাবে কথা বলতেও রাজি। নানান রকম অকথ্য ভাষা বলা হচ্ছে বলেও অভিযোগপত্রে জানিয়েছেন সেই পড়ুয়ারা।
আরও পড়ুনঃ আজ কলকাতায় অমিত শাহ! সকাল থেকেই শহরমুখী বিজেপিকর্মীরা, এড়িয়ে চলবেন কোন কোন রাস্তা?
advertisement
চলতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। প্রাক্তনী এবং সিনিয়ারদের বিরুদ্ধে উঠেছিল র্যাগিং-এর অভিযোগ। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চেয়েছিল গোটা রাজ্যে। মৃত্যুর আগের রাতে মাকেও ফোন করে নিজের অসহায়তার কথা বলেন সেই ছাত্র। মাকে বলেছিলেন, ‘খুব ভয় করছে’। মাকে খুব তাড়াতাড়ি তাঁর কাছে যেতে বলেছিলেন। পরের দিন বাবার সঙ্গে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন। তারপরেও ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা।
সেই ঘটনার পর বহু পড়ুয়া হস্টেলে র্যাগিং-এর অভিযোগ জানিয়েছিলেন। তারপর বহু কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে, পাঁচ মাস যেতে না যেতেই ফের একই ঘটনার অভিযোগ রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে।