থানা পক্ষ থেকে তদন্তে এখনও পর্যন্ত ৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের প্রয়োজনে লালবাজার জেরে জিজ্ঞাসাবাদ করা হবে । আর কিছু নাম উঠে এলে তাদের ডাকা হবে। ঘটনার আগে কাদের সঙ্গে ছিলেন তরুণী, কখন অনুষ্ঠানের সামনে থেকে উঠে বেরোলেন। অনুষ্ঠান চলাকালীন কী কী করেছিলেন তাঁরা- এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
যাদবপুরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। তদন্তে নেমে লালবাজারের হোমিসাইড শাখা কী কী তথ্য খতিয়ে দেখছে? চার নম্বর গেটের সিসিটিভি ফুটেজ ও ইউজি আর্টস বিল্ডিংয়ের দেওয়ালে লাগানো (যার মুখ আছে চার নম্বর গেটের দিকে) ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এক্সজামিন করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা হবে তরুণীর গতিবিধি। তরুণীর ঢোকার আগে বাথরুমের দিকে কেউ গিয়েছিলেন কি না? গেলে কতক্ষণ তরুণী ঢোকার আগে বেরিয়ে এসেছিলেন কি না?