এদিন পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে আয়োজিত একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত শকিং৷ এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কড়া আইন থাকা দরকার৷ কড়া আইন থাকতেই হবে৷’’
সৌরভ বলেন, ‘‘এগুলো পড়াশোনা করার জায়গা৷ এখানে বাচ্চারা পড়তে আসে৷ সেটাই ফোকাস হওয়া উচিত৷ ’’ ব়্যাগিং-এর প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘‘কড়া আইন দরকার৷’’
advertisement
গত ৯ অগাস্ট রাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হয়৷ ঘটনার পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই ব়্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে৷
আরও পড়ুন: শুভেন্দু যাওয়ার পরের দিনই যাদবপুরে মোর্চার মঞ্চ খোলার নির্দেশ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ
ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই প্রাক্তনী ও বর্তমান ছাত্র মিলে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শুক্রবার ধৃত সপ্তক সপ্তক কামিল্যাকে নিয়ে ঘটনার পুননির্মাণ করা হয়৷ ঘুরে দেখা হয় চারতলার ১০৪ নম্বর ঘর ও তিন তলার ৬৮ নম্বর ঘর৷ এদিন মৃত ছাত্রের বাড়িতেও যায় তিন সদস্যের তদন্তকারী দল৷