TRENDING:

Jadavpur University Convocation: যাদবপুরের পড়ুয়াদের ডিগ্রি অবৈধ হোক চান না আচার্য, জরুরি বৈঠক করে কড়া বিবৃতি রাজভবনের

Last Updated:

Jadavpur University Convocation: রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস এদিন সমাবর্তনে হাজির ছিলেন না, অথচ উপস্থিত রইলেন তাঁরই ‘বহিষ্কৃত’ উপাচার্য বুদ্ধদেব সাউ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে ঘিরে চরম নাটকীয়তা জারি রয়েছে। রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস এদিন সমাবর্তনে হাজির ছিলেন না, অথচ উপস্থিত রইলেন তাঁরই ‘বহিষ্কৃত’ উপাচার্য বুদ্ধদেব সাউ৷ তবে আইনি জটিলতা থাকায় এদিন ছাত্রছাত্রীদের হাতে ডিগ্রি তুলে দেন যাদবপুরের সহ-উপাচার্য৷।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শিরোনামে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শিরোনামে
advertisement

কেন যাদবপুরের সমাবর্তন বাতিল করেননি আচার্য? রাজভবনের বিবৃতি, রাজ্যপাল সমাবর্তন বাতিল করেননি ছাত্রদের অনুরোধে। তিনি আইনি মতামত চেয়েছেন যে এই সমাবর্তনকে অনুমোদন দেওয়া যায় কি না। যাদবপুরের উপাচার্যকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি আইন ভেঙেছেন। রাজ্যপাল আইনি মতামত চেয়েছেন তার কারণ না হলে ডিগ্রিগুলি অবৈধ হয়ে যাবে। আচার্য তথা রাজ্যপাল সেটি চান না। ইউজিসি চেয়ারম্যান যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে চাননি। উনি কলকাতা এসেও যোগ না দিয়ে চলে গিয়েছেন।

advertisement

আরও পড়ুন: এগিয়ে এল কলকাতা বইমেলা, শুরু কবে? থিম কী? দারুণ চমক

এদিন রাজ্যপাল সব উপাচার্যদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন। জরুরি ভিত্তিতে একটি টাস্ক ফোর্স পাঠানো হবে ইউজিসিতে পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য। ইউজিসির রেগুলেশন ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় স্বশাসনে হস্তক্ষেপ করতে পারে না।

advertisement

আরও পড়ুন: পেটে গ্যাসের ভয়ে দেখলেই নাক সিঁটকান? মুলো খেলে কী হয় জানলে গোটা শীত খেতে চাইবেন!

রাজ্যপাল যখন দায়িত্ব নিয়েছিলেন এ রাজ্যের তখন সব উপাচার্য পদত্যাগ করেছিলেন, তাঁদের নিয়োগ সুপ্রিম কোর্ট ও ইউজিসির আইন অনুযায়ী ছিল না। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কড়া বিবৃতি, রাজনীতি কোনও ভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজ্য শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ের স্বশাসন ধ্বংস করতে চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের রায়ও মানতে চাইছে না।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Convocation: যাদবপুরের পড়ুয়াদের ডিগ্রি অবৈধ হোক চান না আচার্য, জরুরি বৈঠক করে কড়া বিবৃতি রাজভবনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল