কেন যাদবপুরের সমাবর্তন বাতিল করেননি আচার্য? রাজভবনের বিবৃতি, রাজ্যপাল সমাবর্তন বাতিল করেননি ছাত্রদের অনুরোধে। তিনি আইনি মতামত চেয়েছেন যে এই সমাবর্তনকে অনুমোদন দেওয়া যায় কি না। যাদবপুরের উপাচার্যকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি আইন ভেঙেছেন। রাজ্যপাল আইনি মতামত চেয়েছেন তার কারণ না হলে ডিগ্রিগুলি অবৈধ হয়ে যাবে। আচার্য তথা রাজ্যপাল সেটি চান না। ইউজিসি চেয়ারম্যান যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে চাননি। উনি কলকাতা এসেও যোগ না দিয়ে চলে গিয়েছেন।
advertisement
আরও পড়ুন: এগিয়ে এল কলকাতা বইমেলা, শুরু কবে? থিম কী? দারুণ চমক
এদিন রাজ্যপাল সব উপাচার্যদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন। জরুরি ভিত্তিতে একটি টাস্ক ফোর্স পাঠানো হবে ইউজিসিতে পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য। ইউজিসির রেগুলেশন ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় স্বশাসনে হস্তক্ষেপ করতে পারে না।
আরও পড়ুন: পেটে গ্যাসের ভয়ে দেখলেই নাক সিঁটকান? মুলো খেলে কী হয় জানলে গোটা শীত খেতে চাইবেন!
রাজ্যপাল যখন দায়িত্ব নিয়েছিলেন এ রাজ্যের তখন সব উপাচার্য পদত্যাগ করেছিলেন, তাঁদের নিয়োগ সুপ্রিম কোর্ট ও ইউজিসির আইন অনুযায়ী ছিল না। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কড়া বিবৃতি, রাজনীতি কোনও ভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজ্য শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ের স্বশাসন ধ্বংস করতে চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের রায়ও মানতে চাইছে না।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F