বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেটে এবং কিছু হোস্টেল এলাকায় সিসিটিভি রয়েছে। এবার মূল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে—ওপেন এয়ার থিয়েটার, সুবর্ণজয়ন্তী ভবন, তিন নম্বর ও চার নম্বর গেটের সংযোগস্থলসহ—ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি হোস্টেলগুলিতেও সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে।
মেয়েরা কখন পায়ের উপর পা তুলে বসেন? এত দিন ভাবতেন ‘ক্রস লেগড’-এর আসল কারণ আলাদা? তা নয়…সঠিক জানুন
advertisement
জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ!
নজরদারি ব্যবস্থার সঙ্গে বাড়ানো হবে নিরাপত্তা কর্মীর সংখ্যা। প্রতি আট ঘণ্টার শিফটে আরও ১০ জন করে নিরাপত্তারক্ষী বাড়ানো হবে।
সিসিটিভি বসানোর জন্য রাজ্য সরকারের কাছ থেকে ৬৫ লক্ষ টাকা চেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর।