যাদবপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পরপরই ইউজিসির তরফে ঘটনার বিস্তারিত তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে চেয়ে পাঠানো হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই চিঠির উত্তর দেওয়া হলেও, সূত্রের খবর, সেই উত্তরে সন্তুষ্ট হয়নি ইউজিসি। তাই ফের একদফায় চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
advertisement
আরও পড়ুন: ধূপগুড়ি উপ নির্বাচনেও তারকা প্রচারক, ৪০ জনের তালিকায় রাখা হয়েছে ‘স্টার’ মিঠুনকেও
জানা গিয়েছে, ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের কাছে বেশ কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে ইউজিসি। তার মধ্যে অন্যতম, র্যাগিং সংক্রান্ত আইনকানুন এবং তা না মেনে চললে কী শাস্তি হতে পারে সে সম্পর্কে ছাত্রদের লিফলেট দিয়ে জানানো হয়েছিল কি না, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার জন্য পড়ুয়াদের কাছে এফিটডেভিট নেওয়া হয়েছিল কি না, বা অ্যাডমিশন ফর্মে অ্যান্টি র্যাগিং কমিটির ফোন নম্বর ছাপা ছিল কি না, তার মতো গুরুত্বপূর্ণ একাধিক বিষয়। ইউজিসি এই প্রশ্নগুলির উত্তর চাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাছে সমস্ত উত্তরের সংশ্লিষ্ট নথিও চেয়ে পাঠিয়েছে ইউজিসি।