TRENDING:

WB Assembly Election 2021: বাম দুর্গ যাদবপুর, মিথ ভাঙতে এলাকা চষে ফেলছেন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার

Last Updated:

বাংলা নিজের মেয়েকে চায়। দলের শ্লোগানের আদলেই স্লোগান বেঁধেছেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা নিজের মেয়েকে চায়। দলের শ্লোগানের আদলেই স্লোগান বেঁধেছেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বলছেন, যাদবপুর এ বার নিজের ছেলেকে চায়। আসলে ২০২১-র বিধানসভা নির্বাচনে যাদবপুরে জোড়া ফুল প্রতীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন যাদবপুরের ঘরের ছেলে দেবব্রত মজুমদার। এলাকায় মলয় নামেই বেশি পরিচিত তিনি। যাদবপুরের বাসিন্দা বলেই নন, লম্বা সময় ধরে এলাকার পুর প্রতিনিধি মলয়। কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ হিসেবেও কাজ করেছেন। ফলে যাদবপুর অঞ্চলে বেশ পরিচিত মুখ দেবব্রত মজুমদার।
advertisement

বাম দুর্গ বলে পরিচিত যাদবপুরে এ বার সব মিথ ভেঙে জোড়া ফুল ফেরাতে পারবেন দেবব্রত? পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেবব্রত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, "যাদবপুর বাম ঘাঁটি হয় কী করে! ডাকসাইটে হেভিওয়েট বাম প্রার্থীরা ২০১১-তে হার স্বীকার করেছেন এই কেন্দ্রে। এ বার সেটারই পুণরাবৃত্তি হবে।" আত্মবিশ্বাস চুইয়ে পড়ছে দেবব্রতের গলায়।

সকালে যাদবপুর বাজারে চায়ের ভাঁড় হাতে নিয়ে জনসংযোগের শুরু। তারপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কখনও অলি গলিতে ঢুঁ। বিকেলে জিপে করে রোড শো। বেলা গড়ালে সন্ধ্যা বেলা পথসভা। মাটি কামড়ে পড়ে রয়েছেন দেবব্রত মজুমদার। বিধান পল্লি হোক কিংবা যাদবপুর সেন্ট্রাল রোড বা ইস্ট রোড। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে মন বোঝার চেষ্টা করছেন সমানে।

advertisement

পুর প্রতিনিধি থাকাকালীন সকাল থেকে যাদবপুরের অলি-গলি ঘুরতেন। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর মলয়ের সেই এলাকা চষে বেড়ানোর অভ‍্যেস বেড়েছে বই কমেনি। যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবব্রত মজুমদারকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি জোট প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির রিঙ্কু নস্কর। যাদবপুরের লড়াই এবার তাই সেয়ানে সেয়ানে। কেউ কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। দেবব্রত অবশ্য বলছেন, 'এলাকা হাতের তালুর মতো চেনা। ভোটারদের বাড়ি বাড়ি চিনি। জিততে তাই অসুবিধা হবে না। শেষ হাসি আমিই হাসব।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

PARADIP GHOSH 

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Assembly Election 2021: বাম দুর্গ যাদবপুর, মিথ ভাঙতে এলাকা চষে ফেলছেন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল