এই প্রসঙ্গে, মৃতা ছাত্রীর বাবা জানান, অভিযোগ জানানো হয়েছে। যা অভিযোগ করার আগেই তা জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। লিখিত অভিযোগে ওই ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ের বিরুদ্ধে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ষড়যন্ত্র করে। গত ১১ তারিখ রাত ৯:৩০ থেকে ১০:২৬, এই সময়ের মধ্যে পুকুরে ঠেলে ফেলে দেয়, যার ফলে তার মৃত্যু হয়।
advertisement
এই সময়ের সিসিটিভি ফুটেজেও পড়ুয়াকে দেখা যায় তার সঙ্গে কারা ছিল, ইতিমধ্যে পুলিশ চিহ্নিত করণের প্রক্রিয়া শুরু করেছে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে তদন্ত করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব ফুটেজ ও তথ্য পুলিশকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
আরও পড়ুন: ছাত্রীমৃত্যুর পরেই ফের আলোচনায় যাদবপুরের মাদক চর্চা! আটকাতে এবার কড়া নিয়ম
সন্ধ্যার পর ক্যাম্পাসে কীরকম নিরাপত্তা রয়েছে, মাদক সেবন হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করা হবে বলেও জানানো হয়।
সি সি টিভি ও নিরাপত্তা রক্ষী বাড়াতে সরকারকে ফের চিঠি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবার জলাশয়ে বসবে ফেন্সিং। পড়ুয়াদের জন্য থাকবে মেন্টর। প্রতি ২৫ জন পড়ুয়া পিছু থাকবে ১ জন মেন্টর। গাড়ি ও বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হবে।