সপ্তাহে দু'দিন এসএসকেএমের আউটডোরে সন্তানহীন দম্পতিরা চিকিৎসকের কাছে নিজেদের সমস্যা নিয়ে যেতে পারবেন। অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে বিশ্বমানের ল্যাবরেটরি তৈরি হয়েছে এসএসকেএম হাসপাতালের IVF ক্লিনিকে। নলজাতক চিকিত্সার পথিকৃত্ প্রয়াত সুভাষ মুখোপাধ্যায়ের সহযোগী, ছাত্র চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার এই গোটা বিষয়ের দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: করোনার পর মানুষের শরীরে প্রথমবার বার্ড ফ্লু-য়ের হানা! কোথায় মিলেছে আক্রান্তের খোঁজ?
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ হবে। ইতিমধ্যেই ক্লিনিক তৈরি হয়ে গিয়েছে। অত্যাধুনিক যন্ত্র, ওষুধ, হরমোন চিকিত্সা থেকে সন্তানধারণের পর যাবতীয় চিকিত্সা পরিষেবাই মিলবে। সেই খরচ বহন করবে রাজ্য সরকার। সুদর্শন ঘোষ দস্তিদারের সংস্থা দেবে কারিগরি সহায়তা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র ব্যাপক খরচের জন্য অনেক গরিব মানুষ আইভিএফ পদ্ধতি থেকে পিছিয়ে আসে। এ বার অন্তত সেই চিত্রটা থাকবে না বলেই আশাবাদী চিকিৎসক মহল।
Avijit Chanda