TRENDING:

পুণে ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করে মঙ্গলবারই প্লে অফ নিশ্চিত করতে মরিয়া এটিকে

Last Updated:

জিততেই হবে। এই পরিস্থিতিতে আগামীকাল, মঙ্গলবার আইএসএলে ঘরের মাঠে নামছে অ্যাটলেটিকো কলকাতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জিততেই হবে। এই পরিস্থিতিতে আগামীকাল, মঙ্গলবার আইএসএলে ঘরের মাঠে নামছে অ্যাটলেটিকো কলকাতা। রবীন্দ্র সরোবরে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। গোটা টুর্নামেন্টে ফুটবলারদের থেকে তিন পয়েন্ট চেয়েছেন হোসে মলিনা। এবার কিন্তু হিউম-পস্তিগাদের সেটা ফিরিয়ে দেওয়ার পরীক্ষা।
advertisement

১২ ম্যাচে ১৮ পয়েন্ট। ছিল দু’নম্বরে। কিন্তু কাঁটা হয়ে গেল দিল্লির জয়। তালিকায় তিন নম্বরে নেমে ঘরের মাঠে কঠিন লড়াইয়ের সামনে কলকাতা। গত দু’বছর সেমিফাইনাল খেলছে এটিকে। কিন্তু এবার ? অঙ্ক বলছে, এবারও সম্ভব। তবে দু’টি ম্যাচের একটিতে অন্তত জিততেই হবে। সেক্ষেত্রে কলকাতার শেষ ম্যাচ পুণে। যেখানে আবার গাঁট হাবাস। তাই কেরালার বিরুদ্ধে জিতেই প্লে-অফ নিশ্চিত করতে চাইছেন হোসে মলিনা। তাই ছক বদলে মেহতাবদের বিরুদ্ধে অল-আউট যেতে চান তিনি। জোড়াতালি দেওয়া ডিফেন্স, হাঁ হয়ে যাওয়া মাঝমাঠ এবং বৃদ্ধদের নিয়ে তৈরি ফরোয়ার্ড লাইন নিয়েই প্লে-অফের স্বপ্ন দেখছেন কর্তারাও। টিম ম্যানেজমেন্টের খবর, মঙ্গলবার শুরু করতে পারেন দ্যুতি। মাঝমাঠে বোরহাকে সাপোর্ট দিতে পারেন জুয়েল রাজা। আর অর্ণবের সঙ্গী হতে পারেন তিরি। রবীন্দ্র সরোবরে আরও একটা মরণ-বাঁচন ম্যাচের জন্য প্রস্তুত অ্যাটলেটিকো। কারণ, টার্গেট তিন পয়েন্ট।

advertisement

অন্যদিকে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সের সংগ্রহে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট। কলকাতার মাঠে এটিকের উপর ছোবল মারতে চায় কেরালা। জিতলে মেহতাব হোসেনরা জায়গা করে নেবে প্লে-অফে। এই অঙ্ক মাথায় নিয়েই মঙ্গলবার কলকাতার বিরুদ্ধে নামছে সচিনের দল। প্রথম লেগে ঘরের মাঠে কলকাতার কাছে হারতে হয়েছিল। সেই বদলা নিতে চান কেরালার ফুটবলাররা। শুরুটা ভাল হয়নি। কিন্তু টুর্নামেন্টের মাঝে ভাল পারফরম্যান্স করে প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুণে ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করে মঙ্গলবারই প্লে অফ নিশ্চিত করতে মরিয়া এটিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল