TRENDING:

ISL 2016: মুম্বই ম্যাচেই মাঠে ফিরতে মরিয়া পস্তিগা

Last Updated:

বারবার চোট তাঁর উপর চাপ বাড়াচ্ছে। আজ বৃহস্পতিবার সেটা স্বীকারই করলেন অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বারবার চোট তাঁর উপর চাপ বাড়াচ্ছে। আজ বৃহস্পতিবার সেটা  স্বীকারই করলেন অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগা। হাল না ছেড়ে বিশ্বকাপারের আশা, মাঠে তিনি ফিরবেনই। দিল্লি ম্যাচে খেলতে পারছেন না ৷ আপাতত তাই তাঁর টার্গেট মুম্বই ম্যাচ।
advertisement

শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে কলকাতার গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে পস্তিগা যে নেই, সেটা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে এই মরশুমে তিনি মাঠে ফিরবেন। বৃহস্পতিবার এমনটাই দাবি কলকাতার মার্কির। তাঁর মতে, বারবার চোট তাঁর উপর চাপ বাড়াচ্ছে।

পস্তিগাকে ছাড়াই কলকাতার মাঠে তিন পয়েন্ট পাবে এটিকে। দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে দাবি প্রীতম কোটালেরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পস্তিগা নিজে বলছেন এই মরশুমে তিনি মাঠে ফিরবেন। কিন্তু তারপরেও মার্কি প্লেয়ারকে নিয়ে নিশ্চিত নয় কলকাতার টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পরিস্থিতি যা তাতে আরও দুটি ম্যাচ তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে কলকাতাকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL 2016: মুম্বই ম্যাচেই মাঠে ফিরতে মরিয়া পস্তিগা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল