TRENDING:

ISL 2016: শেষ মিনিটে বাজিমাত পিয়ারসনের ! জিকোদের হারিয়ে দ্বিতীয় স্থানে এটিকে

Last Updated:

এফ সি গোয়া: ১ ( দেশাই- ৮০'), অ্যাটলেটিকো দি কলকাতা: ২ ( বেলেনকোসো- ২৮', পিয়ারসন- ৯০')

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এফ সি গোয়া: ১ ( মন্দার রাও- ৮০')
advertisement

অ্যাটলেটিকো দি কলকাতা: ২ ( বেলেনকোসো- ২৮', পিয়ারসন- ৯০')

#মারগাও: কলকাতার এক প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এটিকে কোচ হোসে মলিনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবছর বেশ কয়েকটা ম্যাচ ড্র রাখার ক্ষেত্রে অ্যাটলেটিকো দি কলকাতা ভাগ্যের সহায়তা কতটা পেয়েছে ? এটিকে কোচ এই প্রশ্নকে সুকৌশলেই এড়িয়ে গিয়েছিলেন সেদিন ৷ কিন্তু টুর্নামেন্ট যতো এগোচ্ছে, ততই এই বিষয়টা যেন স্পষ্ট হচ্ছে, যে লিগ টেবলে প্রথম চারের মধ্যে নিজেদের স্থান ধরে রাখার ক্ষেত্রে ভাগ্যদেবতা মলিনা ব্রিগেডকে অনেকাংশেই সাহায্য করছে এবার ৷ হারতে হারতে কোনও ম্যাচ ড্র করা বা কঠিন পরিস্থিতিও ম্যাচ বের করার ব্যাপারে ‘লাক ফ্যাক্টর’ ভালমতোই কাজ করছে এটিকে-র ৷ গোয়াতেও সেই ধারা বজায় রাখল অ্যাটলেটিকো ৷ ১-১ ম্যাচ ড্র চলার পর ৯০ তম মিনিটে পিয়ারসনের গোলে আরব সাগরের তীরবর্তী শহর থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরছে টিম এটিকে ৷

advertisement

কোন চারটি দলের জায়গা হবে শেষ চারে ? প্রত্যেকেই প্রায় ১২টি করে ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত সেবিষয়টি পরিষ্কার নয় ৷ যদিও একটা বিষয় এখন মোটামুটি নিশ্চিত যে আর যে দলই হোক না কেন, শেষ চারে স্থান পাওয়া এখন কার্যত অসম্ভব দেখাচ্ছে জিকোর গোয়াকে ৷ কারণ ১২ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট ৷ অন্যদিকে ২০ পয়েন্টের লক্ষ্যে এখন ভালমতোই এগোচ্ছে এটিকে ৷ ঘরের মাঠে শেষ দু’টো ম্যাচ ড্র করলেই পস্তিগাদের সেমিফাইনালে ওঠাটা আটকানো যাবে না ৷ ১২ ম্যাচে আপাতত তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট ৷ লিগ টেবলে প্রথম স্থানে থাকা মুম্বইয়ের থেকে চার পয়েন্টে পিছিয়ে টিম মলিনা ৷

advertisement

লিগ টেবলে সবার তলায় থাকা গোয়ার বিরুদ্ধে এদিন শুরুটা অবশ্য ভালই করেছিল অ্যাটলেটিকো ৷ ম্যাচের ২৮ মিনিটেই গোল করে কলকাতাকে এগিয়ে দেন বেলেনকোসো ৷ প্রথমার্ধ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল এটিকে ৷ কিন্তু এবছর প্রায় প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে আগে গোল করেও তা শেষপর্যন্ত ধরে রাখতে পারছেন না মলিনার ছেলেরা ৷ শেষমূহূর্তে গোল হজম করে ম্যাচ ড্র রেখেই ফিরতে হচ্ছে তাদের ৷ এদিনও প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ৷ কারণ দ্বিতীয়ার্ধ শুরুর কিছু পরেই নিজেদের খেলার গতি প্রায় দ্বিগুণ করে দেয় গোয়া ৷ একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল এটিকে-র বক্সে ৷ কলকাতার ডিফেন্ডাররা এবং গোলরক্ষক দেবজিৎ তখন প্রায় হিমশিম খাচ্ছেন ৷ বেশ কয়েকবার প্রায় ভাগ্যের জোরেই গোল না খেলেও খুব বেশিক্ষণ তা অবশ্য ধরে রাখতে পারেননি পস্তিগা-লারারা ৷ মন্দার রাও-র গোলার মতো শট দেবজিৎকে পরাস্ত করতে সফল হয় ৷ ঘরের মাঠে দর্শকদের সামনে তখন টগবগ করে ফুটছে জিকোর ছেলেরা ৷  ৮০ মিনিটে গোল খাওয়ার পর এটিকে সমর্থকরা প্রায় ধরেই নিয়েছিলেন যে এই ম্যাচও ড্র-ই হচ্ছে ৷ এমনকী, কিছু ভুলচুক হলে ম্যাচ হেরেও যেতে পারে কলকাতা ৷ কিন্তু গোটা ম্যাচে যেটা করেননি, সেটাই এবার করলেন অ্যাটলেটিকো কোচ হোসে মলিনা ৷ মার্কি পস্তিগার জায়গায় নামালেন মিডফিল্ডার সমীঘ দ্যুতি এবং জাভি লারার জায়গায় দলের গোলমেশিন ইয়ান হিউমকে ৷ এই দুই ফুটবলার নামতেই গোটা দলের ছন্দটাই যেন নিমেষে বদলে গেল ৷ হিউম নেমেছি্লেন খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে ৷ আর তার মধ্যেই দ্যুতির পাস থেকে পিয়ারসনের গোল ৷ দলকে তিনটে মোক্ষম পয়েন্ট এনে দিয়ে ‘হিরো অফ দ্য ম্যাচ’ পিয়ারসনই ৷ তা সে যতোই এই পুরস্কার মন্দার রাও দেশাই দেওয়া হোক না কেন ৷ ম্যাচের সেরা বাছাইয়ের কাজটা ৮৫ মিনিটে না করে আরও ৫ মিনিট অপেক্ষা করলেই পারতেন  অফিশিয়ালরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL 2016: শেষ মিনিটে বাজিমাত পিয়ারসনের ! জিকোদের হারিয়ে দ্বিতীয় স্থানে এটিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল