ব্যাঙ্ককে ছুটি কাটিয়ে প্লে অফের প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতার অ্যাটলেটিকো। পুণে ম্যাচের পর দিন তিনেকের ছুটি। লম্বা সুপার লিগের মাঝে খানিকটা অক্সিজেন নিয়ে নেওয়া। মঙ্গলবার থেকেই বিধাননগর পুরসভার মাঠে নেমে পড়লেন পস্তিগা, বোরহা ফার্নান্দেজরা। ধারে ভারে প্রতিপক্ষ মুম্বই বেশ এগিয়ে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় এটিকে টিম ম্যানেজমেন্ট।
ডিফেন্সে ফ্রনসেস্কো সেরেনোর ফিরে আসা স্বস্তি দিয়েছে কোচ মলিনাকে। চোট সারিয়ে সমীঘ দ্যুতিও এখন পুরোপুরি ম্যাচফিট। গোলের মধ্যে রযেছে বেলেনকোসো। পস্তিগা বনাম ফোরলানের ডুয়েলই ক্যাচলাইন হতে পারে তিনের আইএসএলের প্রথম প্লে -অফে। তবে রাউন্ড রবিন লিগে চোদ্দটা গোল খাওয়া চিন্তায় রাখবে কোচ মোলিনাকে। মুম্বইয়ের আপফ্রন্টে ফোরলান, সোনি, সুনীলদের কোন মাস্টারস্ট্রোকে আটকান স্প্যানিশ কোচ, দেখার এখন সেটাই। অর্ণব, সেরেনোদের ডিফেন্স এবার প্রথম থেকেই নড়বড়ে। মলিনার আসল পরীক্ষা এবার আইএসএল থ্রি-র প্লে অফে।
advertisement