২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফ জোট বাঁধে। ভোটের আগে এই জোট নিয়ে বহু আলোচনা হলেও ফলাফলে মাত্র একটি আসন পায় সংযুক্ত মোর্চা। সেই আসনটিও পায় আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যেই কংগ্রেস বেসুরে বাজতে শুরু করেছেন। বামফ্রন্টের অন্দরেও এই জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। দিন কয়েক আগে ফরওয়ার্ড ব্লক নেতার নরেন চট্টোপাধ্যায় কংগ্রেস এবং আইএসএফ-কে সরাসরি সিপিএমের বলেছিলেন।
advertisement
এই পরিস্থিতিতে নওশাদের বার্তা শুধুই সৌহার্দের নাকি বাড়তি কিছু, জল্পনা এ নিয়েই। উল্লেখ্য নওশাদ বিমান বসুর পরিচয় দিতে গিয়ে তাঁকে চেয়ারম্যান বলেছেন। অর্থাৎ জোটের নেতা নয়, বরং বিমান বসুর বামফ্রন্ট চেয়ারম্যান পরিচয়টিকে এগিয়ে রাখছেন নওশাদও।
রাজনৈতিক মহলে বারংবার জল্পনা উঠে আসছে জোটের ভবিষ্যৎ নিয়ে। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অবশ্য বলেছেন, আগ বাড়িয়ে কোন পক্ষের হাতই এখন ছাড়তে চাইছে না সিপিএম। যদিও নির্বাচনের এহেন ফলাফল দেখে অনেকেই দাবি করেছিলেন, আইএসএফের আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট ভালো ভাবে গ্রহণ করেনি অনেকেই। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতেই এই চাল চেলেছে বামেরা। কিন্তু আইএসএফের সঙ্গে জোট ভোটের ফলাফলে শেষ পর্যন্ত ধোপে টেকেনি। তবে দেখার এখন তাঁরা কী পদক্ষেপ করে।