TRENDING:

Naushad Siddiqui: চেয়ার নেই! গ্যালারি ফাঁকা! শূন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম... সভা করল ISF, কেন?

Last Updated:

তিনি জানান, গ্রামেগঞ্জে স্ক্রিন লাগিয়ে কর্মীদের কাছে বার্তা দেওয়া হবে। নেতাজি ইন্ডোরে ভিতরে ম্যাট পাতা হয়েছে। কলকাতা পুলিশ বিশেষ ক্যামেরা ব্যবস্থা করেছে শুনেছি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চেয়ার নেই! গ্যালারি ফাঁকা! আইএসএফের প্রতিষ্ঠা দিবসে একেবারে অন্য ছবি দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওয়াকিবহল মহলের দাবি, জমায়েত না করে আসলে নিঃশব্দ প্রতিবাদ করতে চাইল ISF৷ কিন্তু, কিসের প্রতিবাদ?
advertisement

১০০০ জনের বেশি জমায়েত করা যাবে না৷ তেমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ নওশাদ সিদ্দিকি জানান, ‘‘আমরা কোর্ট অর্ডার মেনে চলব। ১০০০ জন কর্মী সমর্থক ঢুকবেন, আর বাকিরা ঢুকতে পারবেন না, এমনটা হলে তাঁরা মনোক্ষুণ্ণ হবেন, তাই নেতাজি ইন্ডোর ফাঁকাই রাখা হবে৷’’

তিনি জানান, গ্রামেগঞ্জে স্ক্রিন লাগিয়ে কর্মীদের কাছে বার্তা দেওয়া হবে। নেতাজি ইন্ডোরে ভিতরে ম্যাট পাতা হয়েছে। কলকাতা পুলিশ বিশেষ ক্যামেরা ব্যবস্থা করেছে শুনেছি।

advertisement

আরও পড়ুন: দাঁড়িয়েছিলেন ভিড়ের মধ্যে! হঠাৎ যখন ম্যারাথনে দৌড়তে শুরু করলেন…অবাক সকলে

নওশাদ বলেন, ‘‘আমরা কোনও ভাবে কোর্ট অর্ডার অমান্য করব না। বিভিন্ন জায়গায় স্ক্রিন করেছি মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হবে। মিডিয়া ছাড়া আর হাতে গুনে মঞ্চে নাওশাদ সিদ্দিকি সহ ১০/১২ জন আইএসএফ কর্মীরা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোনও জমায়েত না করে প্রতিবাদ করে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান করল ISF।

advertisement

মেঝের উপরে চেয়ার ছাড়া মঞ্চে ম্যাটে বসেছিলেন শুধু  নওশাদ সিদ্দিকী সহ হাতে গুণে জনা ১২ জন ISF নেতৃত্বেরা। কলকাতা পুলিশের তরফে বিশেষ ক্যামেরা ব্যবস্থা মাধ্যমে নজরদারি করা হচ্ছে। এমনকি, নেতাজি ইনডোরে গেটে বন্ধ করে প্রত্যেকের আইডি কার্ড দেখে তবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। চেক করা হচ্ছিল গাড়ির নম্বরও। এক বছর আগে আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিন রণক্ষেত্র আকার নিয়েছিল ধর্মতলা চত্বর।

advertisement

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় টানা বৃষ্টি! মেঘলা আকাশ…স্যাঁতস্যাঁতে শীত থেকে কবে মুক্তি? জানিয়ে দিল আবহাওয়া দফতর

হাতিশালায় সেদিন তুমুল সংঘর্ষ বেঁধেছিল isf ও তৃণমূলের মধ্যে। ধর্মতলায় নাওশাদ বক্তৃতা দেওয়ার সময় আচমকা উত্তপ্ত হয়ে পরে। খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের সঙ্গেও। জমায়েত হঠাতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। পুলিশকর্মী ও আইএসএফ দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন নওশাদ। দীর্ঘ টানাপড়েনের পরে অবশেষে জামিন পান।

advertisement

সেই আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমে ভিক্টরিয়া হাউসের সামনে অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিল আইএসএফ৷ তবে সেই অনুমতি পায়নি। এরপর হাই কোর্ট ডিভিশন বেঞ্চের মারফত নেতাজি ইন্ডোরে সভার অনুমতি পায়। কবে সেখানেও জমায়েতের সদস্য সংখ্যা বেঁধে দেওয়া হয় হাজারে৷ সেই অনুসারে রবিবার কার্যত নিঃশব্দে প্রতিবাদ করে নেতাজি ইনডোরে সভা করল আইএসএফ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ARPITA HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Naushad Siddiqui: চেয়ার নেই! গ্যালারি ফাঁকা! শূন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম... সভা করল ISF, কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল