TRENDING:

West Bengal Assembly Election 2021: প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ, কী চমক দিল বাম-কংগ্রেসের শরিক?

Last Updated:

এবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আইএসএফ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অন্যান্য প্রায় সব দলেরই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে৷ এবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল আব্বাস সিদ্দিকির দল আইএসএফ (ISF) বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট৷ প্রাথমিক ভাবে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে৷ আরও বেশ কয়েকটি আসনে প্রার্থীদের নাম কয়েকদিন পর জানানো হবে বলে দলের তরফে জানানো হয়েছে৷
advertisement

এবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আইএসএফ৷ দল ঘোষণার পর আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি দাবি করেছিলেন, জাতি ধর্ম নির্বিশেষে সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতিনিধিত্ব করবে তাঁর দল৷ রাজনৈতিক মহলের মতে, আইএসএফ-এর প্রার্থী তালিকায় সে অর্থে বড় কোনও নাম না থাকলেও এই তালিকা নিয়ে চর্চা করার মতো যথেষ্ট রসদ রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ দিন মোট কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ প্রথম তিন- চার দফায় যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে, মূলত সেখানকার আসনগুলির প্রার্থীদের নামই ঘোষণা করা হয়েছে৷ ভাঙড়, ক্যানিং পূর্ব, মধ্যমগ্রামের মতো আসনগুলিতে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি৷ একই ভাবে উত্তরবঙ্গের আসনগুলিতেও প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে দলের তরফে জানানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Election 2021: প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ, কী চমক দিল বাম-কংগ্রেসের শরিক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল