TRENDING:

ISF: ভোটের আগে জেগে উঠল ISF, লক্ষ্য ভিক্টোরিয়া হাউজের সভা! আদালত কী বলল?

Last Updated:

ISF: গত বছর রানি রাসমণি রোডের সভায় গন্ডগোলের এবং পুলিশকে মারধরের অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে আদালতে আইএসএফ। অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়? প্রশ্ন বিচারপতির। সমর্থক কমিয়ে, পুলিশ বাড়িয়ে ওখানেই হোক সভা। প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত। আদালতের প্রশ্নের মুখে সমর্থকদের পূর্বের ভূমিকা।
আসরে আইএসএফ
আসরে আইএসএফ
advertisement

গত বছর রানি রাসমণি রোডের সভায় গন্ডগোলের এবং পুলিশকে মারধরের অভিযোগ। গত বছর কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, আগামিকালের মধ্যে তার ব্যাখ্যা দিতে হবে আইএসএফ-কে। তৃণমূল বা অন্যান্য দল সভা করে, কিন্তু তাদের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ ওঠে না। আইএসএফ-এর আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।

advertisement

আরও পড়ুন: সাংসদের বাংলো ছাড়তে বলা নিয়ে আদালতে আবেদন করছেন মহুয়া মৈত্র

কেউ উস্কানি দিতে পারে, কিন্তু নিজের সমর্থকদের আটকানো কার কাজ? আইএসএফ এর আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। ওই জায়গায় সভা করতে বারণ করছে না আদালত। কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে বিধিনিষেধ আরোপ করুক আইএসএফ। সমর্থক নিয়ে আসার ক্ষেত্রে নিজেরাই বিধিনিষেধ আরোপ করুক দল। পরামর্শ আদালতের।

advertisement

আরও পড়ুন: ট্রেনে সব সময় মাঝ খানেই কেন থাকে এসি কামরা? এই কারণটি জানলে হাঁ হয়ে থাকবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সরিয়ে অন্যত্র করা হোক সভা। সওয়াল রাজ্যের। আগামিকাল নিজেদের অবস্থান জানাবে আইএসএফ এবং পুলিশ। আগামিকাল ফের শুনানি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ISF: ভোটের আগে জেগে উঠল ISF, লক্ষ্য ভিক্টোরিয়া হাউজের সভা! আদালত কী বলল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল