গত বছর রানি রাসমণি রোডের সভায় গন্ডগোলের এবং পুলিশকে মারধরের অভিযোগ। গত বছর কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, আগামিকালের মধ্যে তার ব্যাখ্যা দিতে হবে আইএসএফ-কে। তৃণমূল বা অন্যান্য দল সভা করে, কিন্তু তাদের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ ওঠে না। আইএসএফ-এর আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।
advertisement
আরও পড়ুন: সাংসদের বাংলো ছাড়তে বলা নিয়ে আদালতে আবেদন করছেন মহুয়া মৈত্র
কেউ উস্কানি দিতে পারে, কিন্তু নিজের সমর্থকদের আটকানো কার কাজ? আইএসএফ এর আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। ওই জায়গায় সভা করতে বারণ করছে না আদালত। কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে বিধিনিষেধ আরোপ করুক আইএসএফ। সমর্থক নিয়ে আসার ক্ষেত্রে নিজেরাই বিধিনিষেধ আরোপ করুক দল। পরামর্শ আদালতের।
আরও পড়ুন: ট্রেনে সব সময় মাঝ খানেই কেন থাকে এসি কামরা? এই কারণটি জানলে হাঁ হয়ে থাকবেন
ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সরিয়ে অন্যত্র করা হোক সভা। সওয়াল রাজ্যের। আগামিকাল নিজেদের অবস্থান জানাবে আইএসএফ এবং পুলিশ। আগামিকাল ফের শুনানি।