মঙ্গলবার সকাল থেকেই বিপর্যস্ত কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পরিষেবা। বিকেলের পর থেকে স্বাভাবিক হলেও ফের ভোগান্তি। বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাতের টানা ভারী বৃষ্টিতে ১২ ঘণ্টা পরেও এখনও জলমগ্ন শহরের বেশিরভাগ এলাকা। সকাল থেকেই ব্যাহত যানচলাচল। ট্রেন-বাস-মেট্রো সবেতেই বিপত্তি।
আরও পড়ুন: জলে ডোবা শহরের ফ্ল্যাট থেকে মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার, বাঁশদ্রোণীতে তীব্র চাঞ্চল্য!
advertisement
কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার একাংশ এবং দক্ষিণ ২৪ পরগনা। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, হুগলি, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা, দুই দিনাজপুর এবং মালদহে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 10:44 PM IST