এজলাসে ব্যাপক বিশৃঙ্খলার কারণেই এ দিন তৃণমূল এবং ইডি-র মামলার শুনানি শুরু করা সম্ভব হয়নি৷ হই, হট্টগোলের জেরে এজলাস ছেড়ে উঠে যান বিচারপতি শুভ্রা ঘোষ৷ গতকাল, বৃহস্পতিবার আইপ্যাক-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিকে ঘিরে যে বেনজির সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়, তারই জেরে কলকাতা হাইকোর্টে আলাদা আলাদা মামলা দায়ের করেছিল ইডি এবং তৃণমূল কংগ্রেস৷ এ দিন বেলা ২.৩০-টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই দুই মামলারই একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল৷ এ দিন এজলাসে আইনজীবী হিসেবেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও৷
advertisement
দুই মামলার শুনানিকে কেন্দ্র করে এ দিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তিল ধারণের জায়গা ছিল না৷ আইনজীবী এবং সাধারণ মানুষের সেই ভিড়ের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়৷ এজলাসে ঢুকতে না পেরে বাইরে থেকেও চিৎকার করতে থাকেন অনেকে৷ এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্ষুব্ধ বিচারপতি এজলাস ছেড়ে উঠে যান৷ শেষ পর্যন্ত মামলার শুনানির দিনও পিছিয়ে দেন বিচারপতি৷
বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন আগামী ১৪ জানুয়ারি বেলা দুটোয় একসঙ্গে দুটি মামলার শুনানি হবে৷
