আরও পড়ুনঃ প্রকাশ্যে শুটআউট! মাঝ রাতে গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্কে কাঁটা এলাকাবাসী
নবান্ন সূত্রে খবর, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের পর রাজ্যের সবথেকে বড় আন্তর্জাতিক ইভেন্ট হবে এই শপিং ফেস্টিভ্যাল। ১৬ দিন ধরে চলবে এই ফেস্টিভ্যাল। বাংলার শিল্প ও শিল্পীদের নতুন দিশা দেখাতেই এমন আয়োজন বলেই মনে করা হচ্ছে। এই উৎসবের লক্ষ্য পশ্চিমবঙ্গের খুচরো ও বাণিজ্যিক খাতের অপার সম্ভাবনাকে তুলে ধরা ও বাংলাকে একটি আন্তর্জাতিক ‘শপিং ডেস্টিনেশনে’ রূপান্তরিত করা। এই শপিং ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্যই থাকছে বাংলার খাদি এবং হস্তশিল্প প্রদর্শন। রাজ্যের তরফে বিভিন্ন বড় শপিং মলেও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের পাশাপাশি ফ্যাশন আইটেম, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং চামড়াজাত পণ্যের মতো পণ্য প্রদর্শন করা হবে। থাকবে টেক্সটাইল, পাটজাত পণ্য এবং জিআই পণ্য।
advertisement
প্রসঙ্গত, প্রতি বছরেই সিঙ্গাপুরে দ্য গ্রেট সিঙ্গাপুর সেল নামে এমন একটি ফেস্টিভ্যাল হয়। দুবাই-সহ ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ইস্তানবুল এবং কান-এ এই জাতীয় আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল প্রতি বছরেই হয়। এবার থেকে সেই তালিকায় যোগ হতে চলেছে মহানগরীর নাম।