TRENDING:

মাথায় গুরুতর চোট, তবে আপাতত বিপন্মুক্ত NRS-এর আহত জুনিয়র ডাক্তার

Last Updated:

এনআরএসে চিকিৎসককে মারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই ৫জনকে গ্রেফতার করেছে এন্টালি থানা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কিছুটা হলেও ফাঁড়া কাটল ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত বিপন্মুক্ত আহত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে NRS-এ চিকিৎসক-রোগী খণ্ডযুদ্ধে মাথায় গুরুতর চোট পান দুই জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় ও যশ টেকওয়ানি ৷ পরিবহ মুখোপাধ্যায়ের তাঁর ফ্রন্টাল বোনে আঘাত গুরুতর হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ৷ অন্যদিকে যশ টেকওয়ানিকে ভর্তি করা হয় এনআরএস-এ ৷
advertisement

রোগী মৃত্যুর জেরে সোমবার মধ্যরাতেই খণ্ডযুদ্ধ বাঁধে রোগী এবং জুনিয়র ডাক্তারদের। অভিযোগ জুনিয়র ডাক্তারদের উপর ক্রমাগত ইট বৃষ্টি হতে থাকে ৷ এতেই জখম হন দুই চিকিৎসক ৷ যশের মাথায় ও হাতে চোট লেগেছে ৷ চিকিৎসকদের উপর বার বার আঘাত নেমে আসছে ৷ সেই কারণেই অবস্থানে বসেছেন এনআরএস-এর জুনিয়র ডাক্তাররা ৷ চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ক্রমশই ছড়িয়ে পড়ছে ৷ নড়েচড়ে বসেছে প্রশাসনও৷ এনআরএসে চিকিৎসককে মারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই ৫জনকে গ্রেফতার করেছে এন্টালি থানা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এনআরএসের ঘটনার প্রতিবাদে কার্যত গর্জে উঠেছে গোটা রাজ্য। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্নরা। আশঙ্কা এর ফলে রাজ্য জুড়ে ব্যাহত হবে চিকিৎসা পরিষেবা। ভোগান্তি বাড়বে রোগীদের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাথায় গুরুতর চোট, তবে আপাতত বিপন্মুক্ত NRS-এর আহত জুনিয়র ডাক্তার