TRENDING:

গল্ফগার্ডেনে উদ্ধার রক্তাক্ত কিশোরী, আটক ছোটু নামের এক কলেজ ছাত্র

Last Updated:

গল্ফগার্ডেনে উদ্ধার রক্তাক্ত কিশোরী, আটক ছোটু নামের এক কলেজ ছাত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: গল্ফগার্ডেনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কিশোরীর শরীর জুড়ে রয়েছে নখের আঁচড়। তদন্তে স্পষ্ট কিশোরীকে নির্যাতনই করা হয়েছিল। ঘটনায় ছোটু নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। ছোটুর মোবাইল থেকেই কিশোরী কাকাকে ফোন করেছিল বলে জানা গিয়েছে। ছোটুর মোবাইলের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।
advertisement

গল্ফ গার্ডেন থেকে উদ্ধার কিশোরীর শরীরে রযেছে একাধিক নখের আঁচড়ের দাগ। এদিনই তাকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়। শরীর জুড়ে আঘাতের চিহ্নেই স্পষ্ট ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করা হয়েছিল। ধর্ষন করা হয়েছিল কি না তা জানতে কিশোরীর সোয়াপ টেস্ট করা হয়েছে।

- কিশোরীর চিকিৎসায় গড়া হয়েছে ৬ সদস্যের মেডিক্যাল টিম

advertisement

- কিশোরীর শরীরে অসংখ্য আঘাতের দাগ

- মাথায়, চোখের নীচ, তলপেটে আঘাত

- সোয়াপ টেস্ট করা হয়েছে কিশোরীর

- সেই রিপোর্ট পেলে প্রমাণ মিলবে ধর্ষণ হয়েছিল কি না

- কিশোরীর সিটি স্ক্যান হয়েছে

- বর্তমানে ট্রমার মধ্যে রয়েছে সে

- অসংলগ্ন কথা বলছে কিশোরী

ওই কিশোরী এপ্রিল মাস জুড়ে স্কুলে যায়নি বলে জানিয়েছেন টালিগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। প্রশ্ন উঠছে এতদিন স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিল সে? তদন্তে নেমে ছোটু নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। অভিযোগ, ছোটুর ফোন থেকেই বৃহস্পতিবার কাকাকে ফোন করেছিল ওই কিশোরী। ছোটুর ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। এই কললিস্টের মাধ্যমেই তদন্ত এগোতে চাইছে পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
গল্ফগার্ডেনে উদ্ধার রক্তাক্ত কিশোরী, আটক ছোটু নামের এক কলেজ ছাত্র