টক্সোপ্লাজমা গনডাই। চিকিৎসাবিজ্ঞানে বেশ পরিচিত এই পরজীবীর নাম। কীভাবে ছড়ায় টক্সোপ্লাজমোসিস?
সাধারণত বড় ইঁদুররা টক্সোপ্লাজমা গনডাইয়ের বাহক
- খাদ্যচক্র অনুযায়ী এই পরজীবীর বাহক বেড়ালও
- বেড়ালের বিষ্ঠা থেকেই ছড়ায় এই রোগ
- ভাগাড়ে খাবারের লোভে ঘোরাফেরা করে বেড়াল
- ফলে ভাগাড়ের মাংসে সংক্রমণের আশঙ্কা বেশি
advertisement
মানুষের দেহে ঢুকলে কখনও কখনও মারাত্মক হয়ে উঠতে পারে এই পরজীবী।
- জ্বর, গায়ে ব্যথা, গ্ল্যান্ড ফুলে যাওয়া, পেট ব্যথার মতো উপসর্গ দেখা যায়
- রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে বিপর্যয় ডেকে আনতে পারে এই পরজীবী
- ক্যানসার, এডস আক্রান্ত বা স্টেরয়েড নেওয়া রোগীর মৃত্যুও হতে পারে
- মৃগী রোগীর মতো খিঁচুনি, স্নায়ুরোগও হতে পারে
- পরজীবীর জেরে গর্ভস্থ ভ্রূণের মধ্যে বিকৃতি আসতে পারে
আচমকা টক্সোপ্লাজমা গনডাইয়ের এমন বাড়বাড়ন্ত আশঙ্কা কিছুটা বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকদের মতে, সাবধানতা নিলে ঠেকানো যাবে এই রোগ।