TRENDING:

ভাগাড়ের মাংস থেকে ছড়াচ্ছে টক্সোপ্লাজমোসিস সংক্রমণ ! আপনিও কী আক্রান্ত এই রোগে ?

Last Updated:

গোটা বিশ্ব জুড়েই টক্সোপ্লাজমোসিসের দাপট। তবে ভারতে কখনই তেমন ভাবে মাথাচাড়া দেয়নি এই রোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা বিশ্ব জুড়েই টক্সোপ্লাজমোসিসের দাপট। তবে ভারতে কখনই তেমন ভাবে মাথাচাড়া দেয়নি এই রোগ। কীভাবে ছড়িয়ে পড়ে এই রোগ? আক্রান্ত হলে কী কী উপসর্গই বা দেখা দেয়? হঠাৎ এই পরজীবীর বাড়বাড়ন্তে সেই সব প্রশ্নই এখন আমজনতার মনে।
advertisement

টক্সোপ্লাজমা গনডাই। চিকিৎসাবিজ্ঞানে বেশ পরিচিত এই পরজীবীর নাম। কীভাবে ছড়ায় টক্সোপ্লাজমোসিস?

সাধারণত বড় ইঁদুররা টক্সোপ্লাজমা গনডাইয়ের বাহক

- খাদ্যচক্র অনুযায়ী এই পরজীবীর বাহক বেড়ালও

- বেড়ালের বিষ্ঠা থেকেই ছড়ায় এই রোগ

- ভাগাড়ে খাবারের লোভে ঘোরাফেরা করে বেড়াল

- ফলে ভাগাড়ের মাংসে সংক্রমণের আশঙ্কা বেশি

advertisement

মানুষের দেহে ঢুকলে কখনও কখনও মারাত্মক হয়ে উঠতে পারে এই পরজীবী।

- জ্বর, গায়ে ব্যথা, গ্ল্যান্ড ফুলে যাওয়া, পেট ব্যথার মতো উপসর্গ দেখা যায়

- রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে বিপর্যয় ডেকে আনতে পারে এই পরজীবী

- ক্যানসার, এডস আক্রান্ত বা স্টেরয়েড নেওয়া রোগীর মৃত্যুও হতে পারে

- মৃগী রোগীর মতো খিঁচুনি, স্নায়ুরোগও হতে পারে

advertisement

- পরজীবীর জেরে গর্ভস্থ ভ্রূণের মধ্যে বিকৃতি আসতে পারে

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

আচমকা টক্সোপ্লাজমা গনডাইয়ের এমন বাড়বাড়ন্ত আশঙ্কা কিছুটা বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকদের মতে, সাবধানতা নিলে ঠেকানো যাবে এই রোগ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়ের মাংস থেকে ছড়াচ্ছে টক্সোপ্লাজমোসিস সংক্রমণ ! আপনিও কী আক্রান্ত এই রোগে ?