আরও পড়ুন– রাশিফল সেপ্টেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
২৯ সেপ্টেম্বর অর্থাৎ সপ্তমীর জন্য টিকিট উইন্ডো দেখাচ্ছে ‘নো টিকিট’। মুহূর্তে ফুরিয়ে যায় টিকিট! শুরু হয় হাহাকার। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারে ২৭ এবং ২৮ সেপ্টেম্বর কোনও টিকিট নেই। এগজিকিউটিভ চেয়ার কারে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্তও টিকিট নেই। ২৯ সেপ্টেম্বর চেয়ার কারে ওয়েটিং লিস্ট এখন রিগ্রেট ! শিয়ালদহ-এনজেপি দার্জিলিং মেলের থার্ড এসি, স্লিপারে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট নেই। টু টিয়ার এসিতে ২৫ সেপ্টেম্বর থেকে টিকিট শেষ। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী পদাতিক এক্সপ্রেসেও ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘রিগ্রেট’ বার্তা। সেকেন্ড এসিতেও একই পরিস্থিতি। পদাতিক এক্সপ্রেসের ক্ষেত্রেও একই চিত্র। ২৬ এবং ২৭ সেপ্টেম্বর থার্ড এসিতে টিকিট নিঃশেষ। অন্যদিকে, দিল্লি থেকে কলকাতা, হাওড়া রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস এসিতে ২৭ সেপ্টেম্বর টিকিট অমিল। শিয়ালদহ রাজধানীর সেকেন্ড এসিতে ২৬ এবং ২৭ সেপ্টেম্বর টিকিটও নিঃশেষিত। দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনগুলিতে ওয়েটিং লিস্টে সর্বোচ্চ ১৫ শতাংশ ক্যাপিংয়ের সিদ্ধান্ত। ফলে নির্ধারিত সংখ্যক টিকিট বুকিংয়ের পর ওয়েটিং লিস্টও পাওয়া যাবে না।
advertisement
এমার্জেন্সি কোটার অধীনে টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় বদল আনা হয়েছে। এবার থেকে বাধ্যতামূলকভাবে আগে থেকেই জানাতে হবে যে এই কোটায় কেউ ট্রেনে সফর করবেন কী না। সম্প্রতিই রেলের চার্ট তৈরিতে যে বদল আনা হয়েছে, তার জন্যই এমার্জেন্সি কোটার নিয়মেও বদল করা হল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এখন ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে নয়, ৮ ঘণ্টা আগেই চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলা হচ্ছে। এমার্জেন্সি কোটাতে যদি কেউ যাতায়াত করতে চান ট্রেনে, তবে এবার থেকে তাকে অন্তত একদিন আগে থেকে জানাতে হবে। তবেই চার্টে তাদের নাম থাকবে।
IRCTC-র তরফে জানানো হয়েছে, এবার থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটতে গেলে লগ ইন আইডির সঙ্গে আধারের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হচ্ছে। IRCTC-তে তৎকাল টিকিট বুকিং একটি রসিকতা হয়ে উঠেছে। সকাল ১০ টার আগে সিট খালি দেখানো হচ্ছে ঠিকই। তারপরেই সাইটটি হ্যাং হয়ে যাচ্ছে। তিন মিনিটের মধ্যে সব টিকিট কেটে নেওয়া হচ্ছে। তারপর পুনরায় সাইটটি সঠিকভাবে কাজ করা শুরু করছে, এই অভিযোগ উঠেছিল।