মহিলা যাত্রীদের স্বার্থ ও সুরক্ষার বিষয়টি রেলওয়ে সর্বদা গুরুত্ব সহকারে দেখে। এই কারণে, ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশ্যাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে। তবে দেখা যাচ্ছে, কিছু পুরুষ যাত্রী মহিলা কোচে যাতায়াত করার অভ্যাস বজায় রেখেছেন, যা মহিলা যাত্রীদের সুরক্ষা ও সম্মানের পরিপন্থী।
advertisement
এই সচেতনতা শিবিরে, মহিলা যাত্রীদের জানানো হয় কীভাবে তারা এই ধরনের সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন এবং রেলওয়ে হেল্পলাইন ১৩৯-এ কল করে পুরুষ যাত্রীদের মহিলা কোচে প্রবেশ প্রতিরোধ করতে পারেন। পরামর্শ ও সচেতনতার মাধ্যমে, সকল মহিলা যাত্রী আত্মবিশ্বাসী হন যে ভবিষ্যতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা তা রুখতে সক্ষম হবেন এবং সঙ্গে সঙ্গে রেল হেল্পলাইন ১৩৯-এ জানাবেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানান, মহিলা কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করতে রেলওয়ে সর্বদা প্রস্তুত এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট।পরিসংখ্যান বলছে নভেম্বরের প্রথমার্ধে হাওড়া ডিভিশনে ১২৭ জন, শিয়ালদহ ডিভিশনে ১৯৪ জন, মালদা ডিভিশনে ৩৩ জন ও আসানসোল ডিভিশনে ১৫৯ জন গ্রেফতার হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে। এর পরেও হুশ ফিরছে না যাত্রীদের একাংশের।