পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) তার প্রধান উদ্যোগ “মিশন সেবা”-র মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা, যত্ন এবং মানবিক সেবার প্রতি তার নিষ্ঠা প্রদর্শন করে চলেছে। রেলের সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, RPF দুর্বল শিশুদের উদ্ধার, আহত বা অসুস্থ যাত্রীদের সাহায্য এবং স্টেশন এবং ট্রেন জুড়ে জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার মতো সহানুভূতিশীল প্রচেষ্টাও গ্রহণ করে।
advertisement
এই প্রচেষ্টার অংশ হিসাবে, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের RPF কর্মীরা নিয়মিত টহল এবং নজরদারির সময় চারজন অসুস্থ বা আহত ব্যক্তিকে উদ্ধার এবং সহায়তা করে।
হাওড়া রেলওয়ে স্টেশনে এবং অন্ডাল রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে সাহায্য করা হয় এবং চিকিৎসার জন্য নিকটস্থ সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়াও, বারাসত রেলওয়ে স্টেশনে এবং হালিশহর-নৈহাটি সেকশনের মধ্যে দু’জন আহত ব্যক্তিকে একইভাবে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ‘মিশন সেবা’ হল রেল সুরক্ষা বাহিনী (RPF) দ্বারা পরিচালিত একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে রেল যাত্রীদের, বিশেষ করে অসুস্থ বা দুর্বল যাত্রীদের, চিকিৎসা সহায়তা, উদ্ধার এবং অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দেওয়া হয়। এটি রেলযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে মানবিক সাহায্যও দেয়।
আরও পড়ুন : বাতিল একাধিক এক্সপ্রেস! ঢেলে সাজছে খানা জংশন! জানুন ট্রেনের নতুন সময়সূচি
বিগত কয়েক মাসে রেলে চিকিৎসক নেই বলে অভিযোগ৷ বার বার সাহায্য চেয়েও মিলছে না ডাক্তার, এমন অভিযোগ ভুরি ভুরি এসেছে৷ বেশ কয়েকটি ক্ষেত্রে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন যাত্রীরা৷ এই অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে যাতে যথাযথ রেলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকেন, সেদিকে বিশেষ নজর দিতে বলেছে পূর্ব রেল।
“মিশন সেবা”-র অধীনে আরপিএফ কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং নিবেদিতপ্রাণ প্রচেষ্টা নেটওয়ার্ক জুড়ে যাত্রী কল্যাণ এবং সুরক্ষার প্রতি পূর্ব রেলের অব্যাহত প্রতিশ্রুতিকে তুলে ধরে।
