অভিযান চলাকালীন, টিকিট অনিয়মের মোট ৬৪৬টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪০টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ১৫৮টি লাগেজ বুক না করা এবং ৪৮টি আবর্জনা ফেলার ঘটনা। রেলওয়ে নিয়ম অনুসারে ভুল যাত্রীদের উপর যথাযথ জরিমানা আরোপ করা হয়েছে। ডিভিশনের এক সিনিয়র আধিকারিক বলেন, এই অভিযানটি ভ্রমণে ন্যায্যতা ও নিরাপত্তা বজায় রাখার প্রতি বিভাগের প্রতিশ্রুতি প্রতিফলিত করে, একইসঙ্গে অন্যান্য যাত্রীর অসুবিধেজনক বা রেলওয়ের নিয়ম লঙ্ঘনকারী কার্যকলাপকে নিরুৎসাহিত করে।
advertisement
আরও পড়ুন : ফুলশার্ট, বেলবটম ট্রাউজার্স আর নিষ্পাপ হাসি হৃদয়ের চাক্কি পিসিং অ্যান্ড পিসিং করে মাপছে স্মৃতির সুখরস
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন হাওড়া বিভাগ সকল যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ, সঠিকভাবে তাদের লাগেজ বুকিং এবং রেলওয়ে প্রাঙ্গণ বা ট্রেনে আবর্জনা ফেলা থেকে বিরত থাকার জন্য সবসময় অনুরোধ করে। দায়িত্বশীল ভ্রমণকারী এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করার জন্য যাত্রীদের উৎসাহিত করা হচ্ছে, যা একটি পরিষ্কার, নিরাপদ এবং আরও সুশৃঙ্খল রেল পরিবেশ তৈরিতে অবদান রাখবে। যাত্রীদের সুবিধাজনক এবং নিরবচ্ছিন্ন অনলাইন টিকিটিংয়ের জন্য রেল ওয়ান অ্যাপ ব্যবহার করার জন্যও অনুরোধ করা হচ্ছে।প্রসঙ্গত হাওড়া ডিভিশনের মেন ও কর্ড লাইন দিয়ে প্রচুর যাত্রী নিয়মিত যাতায়াত করেন। মাঝে মধ্যেই বেশ কয়েকটি স্টেশনে অভিযান চালানো হয়৷ বেশ কয়েকজন আটক হয়৷ তার পর ফের বিনা টিকিটের যাত্রীদের যাতায়াত বেড়ে যায়। এবার তাই সব গুরুত্বপূর্ণ স্টেশনেই নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
