ইস্ট কোস্ট রেলের নিয়ন্ত্রণে তিনটে ডিভিশন আছে। ডি আর এম খুরদা রোড, ডি আর এম সম্বলপুর আর ডি আর এম ওয়াল্টার। এই ওয়াল্টার ডিভিশনের ডি আর এম হলেন অনিল শতপথী। তিনি নানা অনুষ্ঠানে যান৷ আর সেখানেই তাঁকে ঘিরে ধরে বহু রেল কর্মী বা তাঁদের পরিবারের সদস্যরা সেলফি তুলতে চান। এবার সেই সেলফি তোলায় কিছু শর্ত চাপানো হয়েছে। যা অনেকেই প্রশংসা করছেন।
advertisement
রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মী রেলে উল্লেখযোগ্য কাজ করবেন, তাঁদের ডিআরএমের সঙ্গে সেলফি তোলার ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। যদি কোনও রেলকর্মীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের খাঁড়া ঝুলতে থাকে, তাহলে তিনি কোনওমতেই সেলফি তুলতে পারবেন না।
কোনও প্রাক্তন রেলকর্মী, যাঁদের ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ নয় – তাঁদেরও এই কাজ থেকে বিরত করা হবে। এবং সাধারণ মানুষকে যদি ডিআরএমের সঙ্গে সেলফি তুলতে হয়, তাহলে তাঁদের দুটো শর্ত মানতেই হবে। এক, এক বছরে অন্তত ১০টি গাছের চারা পোঁতার প্রতিশ্রুতি দিতে হবে এবং দুই, তাঁদের বিরুদ্ধে কোনওরকম ক্রিমিনাল কেস থাকা চলবে না।
তবে ভিড়ের মাঝে সেলফি তুলতে আসলে কে এই সব তথ্য সংগ্রহ করে রাখবে তা কার্যত অজানা। তবে গাছে লাগানোর শর্তকে ‘ভাল’ বলছেন সকলেই।