TRENDING:

Indian Railways: গাছ লাগালেই সেলফি! কিন্তু কার সঙ্গে...? রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!

Last Updated:

Indian Railways: বছরে অন্তত ১০টা গাছ লাগাতে হবে৷ কারা কারা সেলফি তুলতে পারবেন? কারা পারবেন না? ইস্ট কোস্ট রেলের নিয়ম শুনলে চমকে যাবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বছরে অন্তত ১০টা গাছ লাগাতে হবে৷ সেই সঙ্গে এই সব গাছের পরিচর্যা কর‍তে হবে। তাহলেই মিলবে ডি আর এমের সঙ্গে সেলফি তোলার সুযোগ। ইস্ট কোস্ট রেলের, ওয়াল্টার ডিভিশনের তরফে এমনই এক ইন্টারনাল নোট দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!
রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!
advertisement

ইস্ট কোস্ট রেলের নিয়ন্ত্রণে তিনটে ডিভিশন আছে। ডি আর এম খুরদা রোড, ডি আর এম সম্বলপুর আর ডি আর এম ওয়াল্টার। এই ওয়াল্টার ডিভিশনের ডি আর এম হলেন অনিল শতপথী। তিনি নানা অনুষ্ঠানে যান৷ আর সেখানেই তাঁকে ঘিরে ধরে বহু রেল কর্মী বা তাঁদের পরিবারের সদস্যরা সেলফি তুলতে চান। এবার সেই সেলফি তোলায় কিছু শর্ত চাপানো হয়েছে। যা অনেকেই প্রশংসা করছেন।

advertisement

অনিল শতপথী, ডি আর এম, ওয়াল্টার ডিভিশন

রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মী রেলে উল্লেখযোগ্য কাজ করবেন, তাঁদের ডিআরএমের সঙ্গে সেলফি তোলার ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। যদি কোনও রেলকর্মীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের খাঁড়া ঝুলতে থাকে, তাহলে তিনি কোনওমতেই সেলফি তুলতে পারবেন না।

advertisement

আরও পড়ুন: বলুন তো, লাল, হলুদ, কমলা সতর্কতার ‘অর্থ’ কী? আবহাওয়া দফতর Red-Yellow-Orange অ্যালার্ট জারি করে কখন? জানুন

আরও পড়ুন: ইলিশ প্রেমীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার-কাকদ্বীপের টাটকা ইলিশ বাজারে! দর কত? দেখুন ওজন পিছু দামের তালিকা

কোনও প্রাক্তন রেলকর্মী, যাঁদের ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ নয় – তাঁদেরও এই কাজ থেকে বিরত করা হবে। এবং সাধারণ মানুষকে যদি ডিআরএমের সঙ্গে সেলফি তুলতে হয়, তাহলে তাঁদের দুটো শর্ত মানতেই হবে। এক, এক বছরে অন্তত ১০টি গাছের চারা পোঁতার প্রতিশ্রুতি দিতে হবে এবং দুই, তাঁদের বিরুদ্ধে কোনওরকম ক্রিমিনাল কেস থাকা চলবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ভিড়ের মাঝে সেলফি তুলতে আসলে কে এই সব তথ্য সংগ্রহ করে রাখবে তা কার্যত অজানা। তবে গাছে লাগানোর শর্তকে ‘ভাল’ বলছেন সকলেই।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: গাছ লাগালেই সেলফি! কিন্তু কার সঙ্গে...? রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল