আরও পড়ুনঃ দীপাবলি ও ছটে স্পেশ্যাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের! রইল তালিকা
০৩১৫১ কলকাতা – জম্মু তাওয়াই একমুখী বিশেষ ট্রেনটি ০৫.০৯.২০২৫ এবং ০৬.০৯.২০২৫ তারিখে ২৩:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ২:০০ মিনিটে জম্মু তাওয়াই পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশন সহ ৩৫টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
০৩১৫১ কলকাতা – জম্মু তাওয়াই একমুখী বিশেষ ট্রেনের বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।পুজো মানেই একটা বড় সংখ্যক বাঙালির বেড়াতে যাওয়ার মরশুম। এবার পুজোতেও বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেকেই করে রেখেছেন অনেক আগে থেকে। সেই পরিকল্পনায় জম্মু-কাশ্মীর, বা হিমাচল বা উত্তরাখণ্ডও রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে চলতি বা আগামী মাসে সেই পরিকল্পনা বাতিল করছেন অনেকেই।
টানা ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু-কাশ্মীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীব্র বৃষ্টিতে পাথর ও ধ্বংসাবশেষে জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ। মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রায় সম্পূর্ণ বিপর্যস্ত। ফাইবার অপটিক ক্ষতিগ্রস্ত হওয়ায় কল যাচ্ছে না, ইন্টারনেট অচল, এমনকী বিএসএনএল ল্যান্ডলাইন পরিষেবাও কাজ করছে না। বিদ্যুৎ বিভ্রাটেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
যদিও ট্যুর অপারেটররা জানাচ্ছেন, তারা আশাবাদী পর্যটকরা আসবেন। এই অবস্থায় রেল পথে সহজে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তাই স্পেশাল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ফেস্টিভ্যাল স্পেশালে অনেকেই উত্তর ভারতে চলে যেতে পারবেন।