কিছুদিন আগে শিয়ালদহ ও বর্ধমানের শক্তিগড়ের ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে রেলকর্তারা জানতে পারেন, দুই ঘটনাতেই চালক স্ত্রীয়ের সঙ্গে ভিডিও কলে ব্যস্ত ছিলেন। অর্থাৎ, কোথাও একটা স্ত্রী-পরিবারকে সময় দিতে না পারার অভিযোগও উঠেছে। এই ধরনের পরিস্থিতি এড়াতে এবার অভিনব পরামর্শ ভারতীয় রেলের কর্তাদের। চালকদের স্ত্রীদের রেলকর্তারা পরামর্শ দিয়েছেন, বাড়িতে আনন্দের পরিবেশ রাখুন। স্বামীর পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
চালক ও সহ-চালকদের সুষম ও পুষ্টিকর খাবার পরিবেশনের প্রয়োজনীয়তার কথাও বলা হয় তাঁদের। এছাড়াও চালকদের হোম মিনিস্টারদের বলা হয়েছে, স্বামীদের প্রতিদিন সকালে ঘুম থেকে তুলে নিয়মিত শরীরচর্চা করতে সাহায্য করুন। এর ফলে তাঁরা ফিট থাকবেন। স্বামীদের বেশি রাত পর্যন্ত জাগিয়ে রাখা যাবে না। তাঁদের ‘স্ট্রেস ফ্রি’ রাখতে হবে। পারিবারিক শান্তি বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার বেশি সময় ব্যয় করতেও দেওয়া চলবে না।
আরও পড়ুন: ঘণ্টায় ১২৮ কিমি গতিবেগে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, কিন্তু কেন? বিরাট রহস্য
এছাড়াও আরও একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে লোকো পাইলটদের স্ত্রীদের। রেলকর্মীদের পরিবারের বক্তব্য, রেলে দুর্ঘটনা কমানোর লক্ষ্যে অবশ্যই কর্তব্য পালন করবে পরিবার। রেল কিংবা মেট্রো, এই গণ পরিবহণের পরিষেবা নেন লক্ষ লক্ষ যাত্রী। যাত্রীসুরক্ষার ভার যাঁদের হাতে, সেই চালক ও সহ-চালকদের ‘মানসিক স্থিতি’ এবং ‘পারিবারিক শান্তি’ নিশ্চিত করতে এবার উদ্যোগ নিল ভারতীয় রেল। চালকদের পাশাপাশি তাঁদের স্ত্রী ও সন্তানদের জন্যও বিশেষ ‘ক্লাস’ নেওয়ার আয়োজন করেছে রেল কর্তৃপক্ষ। চালকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও কাউন্সেলিং করা হবে। আলাপচারিতা, ইতিবাচক সময় কাটানো, ইত্যাদি পরামর্শ দিতে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
আবীর ঘোষাল