আসানসোল এবং শিয়ালদহ ডিভিশনের আরপিএফ কর্মীরা বিভিন্ন রেল চত্বরে আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া পাঁচজন ব্যক্তিকে (পুরুষ ও মহিলা) উদ্ধার করে সহায়তা প্রদান করেছেন। এদের মধ্যে দুজনকে আন্দাল এবং দমদম রেলওয়ে স্টেশনে আহত অবস্থায় এবং তিনজনকে বারাসাত, রানাঘাটের কাছে এবং কৃষ্ণনগর-বাদকুল্লা রেলওয়ে স্টেশনগুলির মাঝে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
advertisement
বন্দে ভারত স্লিপার কোন কোন জেলার উপর দিয়ে যাবে? কত ভাড়া? পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় বড় সংযোজন
আরপিএফ কর্মকর্তারা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরবর্তী চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। “মিশন সেবা”-এর অধীনে এই ধরনের সক্রিয় প্রচেষ্টা মানবিক পুলিশিং এবং যাত্রী ও রেল ব্যবহারকারীদের নিরাপত্তা, সুরক্ষা ও মঙ্গল নিশ্চিত করার প্রতি আরপিএফ-এর অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।
আরপিএফ (RPF)-এর ‘অপারেশন মিশন সেবা’ হলো একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে রেলওয়ে সুরক্ষা বাহিনী বয়স্ক, অসুস্থ বা দুর্বল যাত্রীদের চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় সাহায্য এবং উদ্ধার করে তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে। এটি রেলযাত্রীদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া। জরুরি সহায়তা: বয়স্ক, অসুস্থ, আহত বা দুর্বল যাত্রীদের প্রয়োজনে তাৎক্ষণিক সাহায্য করা।মানবিক পরিষেবা: যাত্রীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা এবং তাদের প্রয়োজনে পাশে থাকা। সুরক্ষা: রেলের সম্পদ রক্ষা করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি ‘অপারেশন নানহে ফারিশতে’-এর মতো উদ্যোগের মাধ্যমে শিশুদের উদ্ধার ও তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটানো। রেল রক্ষী বাহিনীর আধিকারিকরা জানাচ্ছেন সব গুরুত্বপূর্ণ স্টেশনেই এর জন্যে বিশেষ দল রাখা হয়েছে।
