TRENDING:

Indian Museum Shootout: AK-47 বনাম একে মিশ্র! মানসিক অবসাদের কাছে হেরেই কি গুলি চালিয়ে সহকর্মীকে খুন জাদুঘরে?

Last Updated:

শনিবার পার্ক স্ট্রিটে গুলিকাণ্ডের পর এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। (Indian Museum Shootout)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাগরিকের নিরাপত্তায়, জাতীয় নিরাপত্তায় নিয়োজিত একজন সিআইএসএফ জওয়ান হিসেবে বিশ্বের ভয়ঙ্কর মারণাস্ত্র AK-47-এর অধিকারী ছিলেন জওয়ান এ কে মিশ্র। কিন্তু সেই আগ্নেয়াস্ত্র দিয়েই এলোপাথারি গুলি চালিয়ে একজনকে খুন ও একাধিককে আহত করে তিনি এখন পুলিশ হেফাজতে। যেন AK-47 বনাম একে মিশ্রের এক অদ্ভুত টানাপোড়েন। এই ভয়াবহ পরিণতি কি মানসিক অবসাদের ফল? শনিবার পার্ক স্ট্রিটে গুলিকাণ্ডের পর এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। (Indian Museum Shootout)
Indian Museum Shootout
Indian Museum Shootout
advertisement

তিনদিন আগে পিতৃবিয়োগ হয়৷ মন খারাপ ছিলই৷ তার উপর কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও তা মঞ্জুর না হওয়ায় হতাশা বেড়ে যায়৷ রাগে, ক্ষোভে এবং হতাশা থেকে শনিবার গুলি চালান সিআইএসএফের হেড কনস্টেবল জওয়ান এ কে মিশ্র৷ ভরসন্ধেয় পরপর সেই গুলির শব্দে হুলুস্থুল পড়ে যায় পার্ক স্ট্রিটের জাদুঘর সংলগ্ন এলাকায়৷ জাদুঘরের পাশের কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের কাছেই সিআইএসএফের ব্যারাক৷ সেই ব্যারাকেই চলে গুলি। নিহত রঞ্জিতকুমার সারেঙ্গি, আহত সুবীর ঘোষ৷

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্বয়ংক্রিয় কালাশনিকভ বা AK-47 দিয়ে পার্ক স্ট্রিটের জাদুঘরে গুলি চলেছে, দেখলে চমকে যাবেন

সূত্রের খবর, ধৃত জওয়ান ওড়িশার বাসিন্দা। রবিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ িদয়েছেন। পুলিশ সূত্রে খবর, ছুটি না পাওয়ায় শুক্রবার থেকেই ব্যারাকের মধ্যে মাথা গরম করে সহকর্মীদের গালিগালাজ করার অভিযোগ ওঠে এ কে মিশ্রর বিরুদ্ধে। রাত পর্যন্ত ব্যারাকের মধ্যে ঝগড়াও চলে। রাতে তিনি কিছু খাননি বলেও খবর।

advertisement

আরও পড়ুন: 'বন্দুকবাজ' জওয়ানের হয়ে সওয়াল করল না কেউ, জাদুঘরে গুলিকাণ্ডে পুলিশ হেফাজত ধৃতের

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সূত্রের খবর, শুধু ছুটি নয়। অভিযুক্তের সঙ্গে ব্যারাকের অনেকেই ঠাট্টা ইয়ার্কি করতেন। সেটা নিয়েও তাঁর মনে রাগ ছিল বলে মনে করা হচ্ছে। সব কিছু নিয়েই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শুক্র-রাতে ঝগড়ার পর শনিবার সকাল থেকে চুপচাপ ছিলেন অভিযুক্ত কনস্টেবল। কিন্তু সন্ধেয় মানসিক বিপর্যস্ত অবস্থায় তিনি যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা কেউ আন্দাজই করতে পারেননি। গ্রেফতারির পরও তিনি কোনও অনুতাপ প্রকাশ করেননি বলেই খবর। তবে কি মানসিক অবসাদে ভুগছেন তিনি? এমন ভয়ঙ্কর ঘটনা ফের একবার নিরাপত্তাবাহিনীর মনের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Museum Shootout: AK-47 বনাম একে মিশ্র! মানসিক অবসাদের কাছে হেরেই কি গুলি চালিয়ে সহকর্মীকে খুন জাদুঘরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল