কটকে সিরিজ জয় সম্পন্ন। তাই আর তাড়াহুড়ো নেই। শনিবার সকালে হোটেল থেকে ইডেনে ভারতীয় অনুশীলনে মাত্র নয় ক্রিকেটার। পারিবারিক কারণে এখনও আসেননি কোচ অনিল কুম্বলে। হোটেলেই অলস সময় কাটালেন অধিনায়ক বিরাট কোহলি এবং যুবরাজ সিং, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুলরা। তাই মাঠে দলের নেতৃত্বে সেই ধোনি। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে নিয়ে অপশনাল অনুশীলনকে নেতৃত্ব দিলেন।
advertisement
নির্বাচন কমিটির অন্যতম সদস্য দেবাং গান্ধিকে নিয়ে পিচ দেখলেন। কথা বললেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। যা বোঝা গেল, তাতে ইডেন থেকেই সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টির প্রস্তুতি চান বিরাট। তাই হোয়াইট ওয়াশের টার্গেট নিয়েই রবিবার টস করতে নামবেন ভারত অধিনায়ক। তার আগে পিচ নিয়ে ইনপুট নেবেন প্রাক্তন অধিনায়কের থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2017 11:46 AM IST