TRENDING:

স্বাগত ২০২৩, বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল দেশ

Last Updated:

একেই উইক-এন্ড, তার উপর বর্ষশেষের আনন্দ, সব মিলিয়ে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নমেছে শনিবার সকাল থেকেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল ভারতও৷ ৩১ ডিসেম্বরের গণ্ডি পেরিয়ে এসে পড়েছে আরও একটা নতুন বছর৷ আর আগত সেই বছরটিকে নতুন করে আলিঙ্গনে আবদ্ধ করলেন ভারতবাসী৷ সেই সঙ্গে আমরাও স্বাগত জানালাম নতুন বছরে৷ সকলের সঙ্গে গলা মিলিয়ে বললাম, স্বাগত ২০২৩, স্বাগত নতুন বছর৷ নিউজ ১৮ বাংলা ডটকমের দর্শক ও পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা৷
advertisement

৩১ ডিসেম্বরে নববর্ষের প্রাক-মুহূর্ত নিয়ে সারা দিন জুড়েই ছিল উন্মাদনা তুঙ্গে৷ নতুন বছর উপলক্ষে সেজে উঠেছিল দেশ৷ দেশের প্রধান-প্রধান শহরগুলি যেমন কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাই, এবং বেঙ্গালুুর, পুণে-সহ অন্যান্য জনাকীর্ণ শহরেও মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ দিল্লিতে বছরের শেষ দিনে সারাদিন পানশালা, রেস্তোরাঁ খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে৷

advertisement

আরও পড়ুন: আলিপুরদুয়ারের কোদালবস্তির সিসি লাইন খুলে গেল পর্যটকদের জন্য 

আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

বিস্তৃত আয়োজন করা হয়েছে তিলোত্তমা কলকাতাতেও৷ একেই উইক-এন্ড, তার উপর বর্ষশেষের আনন্দ, সব মিলিয়ে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নমেছে শনিবার সকাল থেকেই৷ ভিক্টোরিয়া, চিড়িয়াখানা-থেকে শুরু করে সর্বত্র মানুষের উপস্থিতি দেখা গিয়েছে চোখে পড়ার মতো৷ ভিড় চোখে পড়েছে পার্ক স্ট্রিটেও৷ কাতারে কাতারে মানুষে রাস্তায় নেমে পড়েছেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোভিডের চোখ রাঙানি আছে, আছে বিশ্বজোড়া আর্থিক মন্দার ভ্রুকুটি, আছে পঞ্চায়েত নির্বাচনের মতো বড়সড় রাজনৈতিক ইভেন্ট৷ সব মিলিয়ে ঘটনাবহুল ২০২২-এর শেষে ঘটনাবহুল ’২৩-এর অপেক্ষা এখন৷ তবে তার আগে আরও একবার বছরের শেষ দিনটিতে ফেলে আসা সময়কে মাথায় করে আনন্দ একেবারে চেটেপুটে উপভোগ করতে পিছপা হল না বিশ্ব৷ আর সেই নতুন বছর আগমনের শুভ মুহূর্তে আমরাও আপনাদের বললাম, হ্যাপি নিউ ইয়ার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বাগত ২০২৩, বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল