ইডেনে ম্যাচ। তাই বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ। দেখে নিন কোন কোন রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে রবিবার-
পুরো কিংগস ওয়ে
পুরো ওকল্যান্ড রোড
পুরো এসপ্ল্যানেড ওয়েস্ট।
স্ট্র্যান্ড রোডের একাংশ ( এসপ্ল্যানেড ওয়েস্ট- স্ট্র্যান্ড রোড ক্রসিং থেকে কিংগস ওয়ে- স্ট্র্যান্ড রোড ক্রসিং)
আরও পড়ুন- হুহু করে নামবে তাপমাত্রা! কবে থেকে শীতের আমেজ, চমকে দেওয়া আপডেট
advertisement
বিকেল চারটে থেকে রাত আটটা, তার পর পরিস্থিতি বুঝে অর্থাৎ দর্শকরা মাঠে ঢুকে যাওয়ার পর ওকল্যান্ড রোডে গাড়ি চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।
কলকাতা পুলিশের পরিসংখ্যান বলছে, এই ম্যাচ ঘিরে শুধু টিকিটের চাহিদা নয়, চাহিদা রয়েছে ভেহিক্যাল পার্কিং স্টিকারেরও।
আরও পড়ুন- নন্দিনীদির হোটেলে বিরাট ঝামেলা! চেঁচামেচি এক মহিলার, ফুটপাতের উপর গোলমাল
ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে প্রায় আড়াই হাজার পার্কিং স্টিকার দেওয়া হয়েছে । এর পরেও চাহিদা রয়েছে স্টিকারের। যা ভাবাচ্ছে লালবাজারকে।