বাংলাদেশে ঈদের উৎসব শেষ হলে শীঘ্রই মিতালী এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা শুরু হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। মিতালী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রিবাহী ট্রেন যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করে। এটিই তৃতীয় ট্রেন যা এই দুই দেশের মধ্যে চলাচল করে।
advertisement
১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে বন্ধ হয়ে যায় এই রুট। এটি চালু হয় ৫৬ বছর পর। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০২১ সালের ২৭শে মার্চ, এই ট্রেন সার্ভিস চালু করা হয়। ট্রেনের বগি একই থাকে তবে ইঞ্জিন পরিবর্তন হয় যাওয়া আসায়, এর ফলে যাত্রীদের সীমান্তে ট্রেন পরিবর্তন করতে হয় না। মিতালী এক্সপ্রেস ট্রেনের টিকিট কেনার জন্য আগে থেকেই বৈধ ভিসা এবং পাসপোর্ট প্রয়োজন হয়। টিকিট বাংলাদেশের ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং ভারতের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পাওয়া যায়। ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন এটি।
আরও পড়ুন : উত্তরবঙ্গে বর্ষা এলেও কলকাতায় গরম কমবে কি? কোথায় হবে ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি, জানুন আপডেট
উদ্বোধনের পর থেকে, দ্বি-সাপ্তাহিকভাবে চালিত এই ট্রেনটি । রবিবার ও বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এবং সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যায়। শিলিগুড়ি থেকে ঢাকা পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে সময় লাগে সাড়ে প্রায় ১১ ঘণ্টা। সকালে নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে রাতে মিতালী পৌছায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। এরপর পরদিন সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে রাতে ফের শিলিগুড়িতে পৌঁছয়।