মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেস ক্লাব থেকে সাইকেলে চড়ে ১৫ জন যাত্রা শুরু করলেন বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আগামী ২১ তারিখ ভাষা দিবসের দিন সাইকেল চেপে তাঁরা পৌঁছবেন বাংলাদেশে। সেখানে পৌঁছে তাঁরা দুই দেশের মৈত্রী সম্পর্ক গড়ে তোলার বার্তা দেবেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিনই তাঁরা বাংলাদেশের উৎসবে অংশ নেবেন । মাতৃভাষার জন্য শহিদ হওয়া রফিক, সালাম, বরকত, জব্বরদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এই পুরো যাত্রাটি চালনা করবেন স্বরজিৎ রায় ও বুদ্ধদেব দাস।
advertisement
আরও পড়ুন-ষড়যন্ত্রে সত্যের ক্ষতি হয় না, হিন্ডেনবার্গ ইস্যুতে বিজেপি-র ভয় নেই: মুখ খুললেন অমিত শাহ
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই যাত্রায় প্রায় ৩৫০ কিলোমিটারের বেশি পথ পারবেন সাইকেল আরোহীরা। প্রথম দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি কলকাতা থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছবেন সোদপুর গঙ্গার কাছে। আজ, বুধবার সেখান থেকে ফের শুরু হবে যাত্রা। এদিন আরোহীরা ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছবেন বনগাও। এইভাবে বনগাও, বেনাপোল, নড়াইল-সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হয়ে পৌঁছে যাবেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। ২০২১ এবং ২০২২ সালে করোনা অতিমারির কারণে বন্ধ ছিল দুই দেশের এই সাইকেল যাত্রা। তবে ফের এই বছর এই সাইকেল যাত্রা শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি দুই দেশ।
যে দেশে লড়াই করে বাংলা ভাষার জন্য সেই দেশের সঙ্গে যুদ্ধ কিসের। ভারত সম্প্রীতির দেশ। অন্যান্যদের দেশের সঙ্গেও ভারত সম্পর্ক বেশ মধুর। তাহলে বাংলাদেশ কেন নয়? শুধুই তিক্ততা নয় ভারত বলেছে, বাংলাদেশ ভারতের সর্বোচ্চ উন্নয়ন সহযোগী এবং এই অঞ্চলে তার বৃহত্তম বাণিজ্য অংশীদার। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম গ্রুপ অফ টোয়েন্টি (জি২০) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
ওঙ্কার সরকার