গ্রাম পঞ্চায়েতে মোট ১ হাজার ৭০০ নির্দল প্রার্থী জিতেছেন। তার মধ্যে সব থেকে বেশি দক্ষিণ ২৪ পরগনায়। এখানে বিজয়ী নির্দলের সংখ্যা প্রায় ২০০। পূর্ব মেদিনীপুরে প্রায় ১৫০। পূর্ব বর্ধমানে বিজেপি ও বামেদের হারিয়ে প্রধান বিরোধী হিসেবে উঠেছে নির্দলেরাই। পশ্চিম মেদিনীপুরে দু’টি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছেন এই নির্দলরাই। নজরকাড়া ফলও করেছেন অনেকে। জেলা পরিষদে জায়গা না পেলেও গ্রাম পঞ্চায়েতে বিজয়ী নির্দলের সংখ্যা ভালই। একশোর বেশি নির্দল প্রার্থী জিতেছেন মালদহ ও নদিয়ায়।
advertisement
পশ্চিম মেদিনীপুরেও নির্দলদের জয় গুরুত্বপূর্ণ। দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়া গ্রাম পঞ্চায়েতে নির্দলদের জয় তো বিশেষ গুরুত্বপূর্ণ। এই গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৪টিতে জিতেছেন তাঁরা। পঞ্চায়েত সমিতি তাঁদের হাতেই। ডেবরার ভবানীপুরেও একটি গ্রাম পঞ্চায়েতে নির্দলেরাই সংখ্যাগরিষ্ঠ। এখানেও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হেরেছেন নির্দলের কাছে। কেশপুরে ৭টি আসনে জিতেছেন নির্দলেরা। তার মধ্যে চারটি পঞ্চায়েত সমিতির আসন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, তৃণমূলের টিকিট না পেয়েই নির্দল প্রার্থী হয়ে ভোটের ময়দানে নেমেছেন তাঁরা ৷