পায়ে পায়ে সাতাত্তর কর্মসূচিতে আর্থিক সহায়তা দেওয়া হবে যাদের–
১) তফশিলি জাতি, উপজাতি ও সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর ৭৭ জন
২) ক্রীড়া ক্ষেত্রে প্রতিভাবান ৭৭ জন
৩) ৭৭ জন সবদিক থেকে পারদর্শী পড়ুয়া
৪)৭৭ জন মহিলা উদ্যোগপতী
৫) ৭৭ টি স্কুল যারা পিছিয়ে পড়া অঞ্চলের পড়ুয়াদের নিয়ে কাজ করছে
৬) ৭৭ জন বাঙালি শ্রমিক যাঁরা অন্য রাজ্যে কাজ করছেন
advertisement
৭) ৭৭ জন প্রবীণ নাগরিক যাঁরা আদিবাসী অঞ্চলে রয়েছেন
৮) ৭৭ জন উঠতি লেখক ও শিল্পী
৯) ৭৭ জন মিডিয়ায় কর্মরত যাঁরা উড়তি সাংবাদিকদের নিয়ে কাজ করবেন
১০) ৭৭ জন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক
যাদবপুরের ভিসি না থাকা নিয়ে রাজ্যপাল বলেন, ” অন্ধকার থাকলেও আলো আছে। নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। খুব শীঘ্রই সে খবর পাবেন। আমি ছাত্র-শিক্ষক-সহ সবার সঙ্গে কথা বলছি। সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অ্যাকশন প্ল্যান তৈরি। খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। ”