আয়কর দফতর সূত্রে খবর, এ দিন দুটি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্তে কলকাতার পাঁচটি জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু হয়৷ নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট ছাড়াও বেহালার কয়েকটি জায়গায় তল্লাশি চলছে৷
আরও পড়ুন: ভোটের মুখে আরও চাপে মহুয়া, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ
advertisement
তবে স্বরূপ বিশ্বাসের সঙ্গে এই আয়কর তল্লাশির কী যোগ তা অবশ্য এখনও জানা যায়নি৷ সূত্রের খবর, স্বরূপ বিশ্বাসের আয়কর লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন আয়কর কর্তারা৷
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অ্যালকেমিস্ট মামলার তদন্তে অরূপ বিশ্বাসকে দিল্লিতে তলব করেছিল ইডি৷ যদিও তৃণমূল নেতা এখনও হাজিরা দেননি বলেই খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 11:18 AM IST