TRENDING:

কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গণনাকেন্দ্রে, দেখে নিন এক নজরে

Last Updated:

অনেক মামলা মোকদ্দমার ঝক্কি পেরিয়ে দিনের আলো দেখেছে পঞ্চায়েত ভোট ৷ গত ১৪ মে রাজ্যজুড়ে হয়েছে স্ত্রী-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৷ যদিও তাকে সম্পূর্ণ কালিমামুক্ত বলা যাবে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেক মামলা মোকদ্দমার ঝক্কি পেরিয়ে দিনের আলো দেখেছে পঞ্চায়েত ভোট ৷ গত ১৪ মে রাজ্যজুড়ে হয়েছে স্ত্রী-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৷ যদিও তাকে সম্পূর্ণ কালিমামুক্ত বলা যাবে না ৷ ভোটের আগে-পরে রক্ত ঝরেছে বাংলার মাটিতে ৷ হিংসার বলি প্রায় ২২ ৷ রেকর্ড সংখ্যক অভিযোগ জমা পরায় ফের নির্বাচনের ঘোষণা করতে হয়েছে কমিশনকে ৷ গতকাল ৫৭২টি বুথে ফের ভোট নিতে হয়েছে ৷ যদিও দ্বিতীয় দিনেও বিক্ষিপ্ত হিংসার খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷
advertisement

তাই গণনার দিন অবাঞ্চিত হিংসা এড়াতে তৎপর কমিশন থেকে রাজ্য সরকার ৷ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি ৷ ২-৩ রাউন্ডের মধ্যে প্রতি বুথে গণনা শেষ করতে বিশেষ তত্পর প্রশাসন।

ভোটগণনা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এক ঝলকে দেখে নেওয়া যাক, নিরাপত্তা সংক্রান্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে আজ ৷

আরও পড়ুন: Bengal Panchayat Election Result 2018 LIVE: পঞ্চায়েতের রেজাল্ট, বাংলার রায়

advertisement

• প্রত্যেক গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

• গণনাকেন্দ্রে থাকছে সশস্ত্র নিরাপত্তারক্ষী।

• ২-৩ রাউন্ডের মধ্যে প্রতি বুথে গণনা শেষ করতে বিশেষ তৎপর প্রশাসন।

• ভোটের অবজার্ভার ও রিটার্নিং অফিসার ছাড়া কেউ গণনাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। যদিও এক্ষেত্রে কয়েকজন নির্বাচন আধিকারিককে ছাড় দেওয়া হয়েছে ৷

• গ্রাম পঞ্চায়েতে গণনাকেন্দ্রে থাকতে পারবেন প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট।

advertisement

• পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে গণনাকেন্দ্রে থাকতে পারবেন প্রার্থী বা নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট।

• গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা ৷

• গণনা শেষ হওয়ার আগেই কোনও বিজয়মিছিল করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি কমিশনের।

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

আরও পড়ুন: আর কিছুক্ষণ পরেই শুরু গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গণনাকেন্দ্রে, দেখে নিন এক নজরে