আর কিছুক্ষণ পরেই শুরু গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Last Updated:

টানটান উত্তেজনা ৷ বেলা যত বাড়ছে ততই উদ্দীপনার পারদ চড়ছে যেন ৷ আজই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা ৷ ২০১৯-এর লোকসভার আগে পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত নির্বাচনের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

#কলকাতা: টানটান উত্তেজনা ৷ বেলা যত বাড়ছে ততই উদ্দীপনার পারদ চড়ছে যেন ৷ আজই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা ৷ ২০১৯-এর লোকসভার আগে পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত নির্বাচনের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ আজ সারা দেশের রাজনৈতিক শিবিরের পাখির চোখ হয়ে উঠতে পারে বাংলার সার্বিক পরিস্থিতি ৷
ইতিমধ্যেই ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে গিয়েছে তৃণমূল ৷ বাকি পঞ্চায়েতেও কি উড়বে সবুজ ঝড় ? নাকি এবার বাংলার তৃণমূল স্তরেও ফুল ফোটাবে পদ্ম ? সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা ৷ সাড়ে ৭টায় কোলা হবে স্ট্রং রুম ৷ কী ভাবে হবে ভোট গণনা ৷
• প্রথমে ৩১,৭৮৯টি গ্রাম পঞ্চায়েত আসনে গণনা শুরু হবে।
advertisement
advertisement
• এরপর ৬,১১৯টি পঞ্চায়েত সমিতিতে হবে ভোট গণনা ৷
• জেলা পরিষদের ৬২১টি আসনে ভোট গণনা হবে একেবারে শেষে ৷
• প্রতিটি গণনা কেন্দ্রে, প্রতিটি স্তরে, ২-৩ রাউন্ড গণনা হবে।
আজ গণনা চলাকালীন প্রতিটি কেন্দ্রে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ কারণ এবছর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি ৷ শুধু হাইকোর্ট নয়, ভোটের ভাগ্য গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ আদালতের চৌকাঠে একাধিকবার হোঁচট খেতে হয়েছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে ৷ শেষ পর্যন্ত অবশ্য রাজ্যের প্রস্তাবিত দিনেই এক দফায় হয়েছে পঞ্চায়েত ভোট ৷
advertisement
অনেক কাঠখড় পুড়িয়ে ভোটের ময়দান প্রস্তুত করা হলেও বিক্ষিপ্ত হিংসার খবর বারবারই এসেছে শিরোনামে ৷ ভোট এবং ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন ২২ জন ৷ কমিশনের কাছে এ নিয়ে অভিযোগও জমা পড়ে বিস্তর ৷ সেই মতো বুধবার রাজ্যের ৫৭২টি বুথে পের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন ৷ দ্বিতীয় দিনেও সম্পূর্ণ হিংসা মুক্ত রাখা যায়নি ভোটকে ৷ এ কারণেই গণনার দিন কোনও ঝুঁকি নিতে রাজি নয় কমিশন ৷ আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই হবে ভোট গণনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আর কিছুক্ষণ পরেই শুরু গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement