আর কিছুক্ষণ পরেই শুরু গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Last Updated:

টানটান উত্তেজনা ৷ বেলা যত বাড়ছে ততই উদ্দীপনার পারদ চড়ছে যেন ৷ আজই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা ৷ ২০১৯-এর লোকসভার আগে পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত নির্বাচনের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

#কলকাতা: টানটান উত্তেজনা ৷ বেলা যত বাড়ছে ততই উদ্দীপনার পারদ চড়ছে যেন ৷ আজই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা ৷ ২০১৯-এর লোকসভার আগে পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত নির্বাচনের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ আজ সারা দেশের রাজনৈতিক শিবিরের পাখির চোখ হয়ে উঠতে পারে বাংলার সার্বিক পরিস্থিতি ৷
ইতিমধ্যেই ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে গিয়েছে তৃণমূল ৷ বাকি পঞ্চায়েতেও কি উড়বে সবুজ ঝড় ? নাকি এবার বাংলার তৃণমূল স্তরেও ফুল ফোটাবে পদ্ম ? সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা ৷ সাড়ে ৭টায় কোলা হবে স্ট্রং রুম ৷ কী ভাবে হবে ভোট গণনা ৷
• প্রথমে ৩১,৭৮৯টি গ্রাম পঞ্চায়েত আসনে গণনা শুরু হবে।
advertisement
advertisement
• এরপর ৬,১১৯টি পঞ্চায়েত সমিতিতে হবে ভোট গণনা ৷
• জেলা পরিষদের ৬২১টি আসনে ভোট গণনা হবে একেবারে শেষে ৷
• প্রতিটি গণনা কেন্দ্রে, প্রতিটি স্তরে, ২-৩ রাউন্ড গণনা হবে।
আজ গণনা চলাকালীন প্রতিটি কেন্দ্রে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ কারণ এবছর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি ৷ শুধু হাইকোর্ট নয়, ভোটের ভাগ্য গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ আদালতের চৌকাঠে একাধিকবার হোঁচট খেতে হয়েছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে ৷ শেষ পর্যন্ত অবশ্য রাজ্যের প্রস্তাবিত দিনেই এক দফায় হয়েছে পঞ্চায়েত ভোট ৷
advertisement
অনেক কাঠখড় পুড়িয়ে ভোটের ময়দান প্রস্তুত করা হলেও বিক্ষিপ্ত হিংসার খবর বারবারই এসেছে শিরোনামে ৷ ভোট এবং ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন ২২ জন ৷ কমিশনের কাছে এ নিয়ে অভিযোগও জমা পড়ে বিস্তর ৷ সেই মতো বুধবার রাজ্যের ৫৭২টি বুথে পের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন ৷ দ্বিতীয় দিনেও সম্পূর্ণ হিংসা মুক্ত রাখা যায়নি ভোটকে ৷ এ কারণেই গণনার দিন কোনও ঝুঁকি নিতে রাজি নয় কমিশন ৷ আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই হবে ভোট গণনা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
আর কিছুক্ষণ পরেই শুরু গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement